৩০০ কিঃমিঃ মাইলেজের সাথে অবিশ্বাস্য ফির্চাস, Tata লঞ্চ করতে চলেছে পৃথিবীর সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি

বর্তমানে তেলের মূল্যবৃদ্ধি ঘুম ওড়াচ্ছে মধ্যবিত্তের। সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি গাড়ির কেনার শখ পূরণ করলেও তেলের উর্ধ্বমূল্যের কারণে বেশিরভাগ গাড়ি প্রেমিরা তা চালাতে ভয়…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে তেলের মূল্যবৃদ্ধি ঘুম ওড়াচ্ছে মধ্যবিত্তের। সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি গাড়ির কেনার শখ পূরণ করলেও তেলের উর্ধ্বমূল্যের কারণে বেশিরভাগ গাড়ি প্রেমিরা তা চালাতে ভয় পাচ্ছেন। এমন পরিস্থিতিতে সবচেয়ে কম মূল্যে দুর্দান্ত বৈশিষ্ট্যের ইলেকট্রিক গাড়ি বাজারে আনার পুরো পরিকল্পনা সেরে ফেলেছে টাটা মোটরস। আমরা আপনাদের জানিয়ে রাখি, রতন টাটার স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে ভারতের মাটিতে। এবার বাজারে আসছে তার স্বপ্নের রাজকন্যা। তবে ডিজেল গাড়ির মাধ্যমে নয়, বরং Tata Nano ইলেকট্রিক ভার্সন বাজারে আনতে চলেছে ভারতের এই গাড়ি নির্মাণ কোম্পানিটি।

Advertisements

প্রথমেই যদি শক্তিশালী এই গাড়িটির ব্যাটারির কথা বলি, তবে গ্রাহকরা চাইলে দুটি ভেরিয়েন্টে গাড়িটি ক্রয় করতে পারবেন। যার মধ্যে প্রথমটিতে একটি 19 kWh ব্যাটারির প্যাক ব্যবহার করেছে কোম্পানিটি। যা একবার সম্পূর্ণ চার্জে 250 কিলোমিটারের পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এর দ্বিতীয় ব্যাটারি প্যাক সম্পর্কে যদি বলি, এটি একটি 24 kWh ব্যাটারি প্যাক, যা একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে, আপনি 315 কিলোমিটারের ড্রাইভ রেঞ্জ পাবেন।

Advertisements

তাছাড়া বাজারে আসতে চলা এই দামদার ইলেকট্রিক গাড়িটি অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলি, তবে Tata Nano EV ইলেকট্রিক গাড়িটিতে পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগ সহ 7-ইঞ্চি টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগের মত দুর্দান্ত সুবিধা রেখেছে গাড়ি নির্মাণ কোম্পানিটি। যদি গাড়িটির দামের কথা বলি, তবে মনে করা হচ্ছে এর বাজার মূল্য 5 লাখ টাকারও কম হতে চলেছে।

Advertisements