পৃথিবীর অগ্রগতির সাথে সাথে বিশেষভাবে সম্প্রসারণ ঘটেছে পরিবহন পরিকল্পনার। ভারত সহ পৃথিবীর একাধিক দেশে ইতিমধ্যে একাধিক কোম্পানি পৃথিবীতে সচল রাখতে দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে দিনের পর দিন। তবে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বিগত কয়েক বছর ধরে টান পড়েছে ইলেকট্রিক গাড়ির উপর। পেট্রোল অথবা ডিজেল ইঞ্জিন ছেড়ে ইলেকট্রিক গাড়ি কেনার জন্য বর্তমানে লাইন দিচ্ছেন গ্রাহকরা। জানলে অবাক হবেন, Nio ES6 SUV গাড়িটি বিগত তিন দিনে 29,700 ইউনিট বুকিং পেয়েছে।
বিশ্ববাজারে যখন দুর্দান্ত মডেলের গাড়ির কথা উল্লেখ হচ্ছে তখন চায়নার নাম সেই তালিকায় থাকবেনা কয়েকদিন তা কি হয়? সপ্তাহখানেক আগে চায়নার বাজারে Nio ES6 SUV। ইতিমধ্যে গাড়িটি লঞ্চ হওয়ার পর থেকে আলোড়ন তুলেছেন গাড়ি প্রেমীদের মধ্যে। দুর্দান্ত ফির্চাস এবং অবিশ্বাস্য মাইলেজের জন্য গাড়িটি কেনার জন্য লাইন দিচ্ছেন গ্রাহকরা।
যদি দুর্দান্ত এই গাড়িটির অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে বলি, তবে Nio দাবি করেছে দ্বিতীয় প্রজন্মের ES6 SUV 0-100 কিমি/ঘন্টার গতিবেগ মাত্র 4.5 সেকেন্ডে তুলতে সক্ষম। যদি দুর্দান্ত এই ইলেকট্রিক গাড়ির ব্যাটারির কথা বলি, তবে এর রেঞ্জ ভার্সনে 150 কিলোওয়াট সেমি সলিড ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। যার ফলে গাড়িটি এক চার্জে 930 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে।
দ্রুতগামীর এই ইলেকট্রিক গাড়ি দুটি ভার্সনে বাজারে উপলব্ধ হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। আগামী জুলাই মাসে লঞ্চ হতে চলা ES6-এর সুপার ভার্সনের দামের কথা যদি বলি, তবে এটি কিনতে আপনাকে খরচ করতে হবে প্রায় 49.7 লাখ টাকা। এছাড়া এর প্রারম্ভিক ভার্সনের গাড়ি কিনতে আপনাকে 42.8 লাখ টাকা পর্যন্ত খরচ করতে হবে। শুধু এখানেই শেষ নয়, আপনি চাইলে ব্যাটারি ছাড়া ক্রয় করতে পারবেন দুর্দান্ত এই গাড়িটি। সেজন্য আপনাকে 34.8 লাখ টাকা পর্যন্ত খরচ করতে হবে।