Royal Enfield Bullet 350: মোটা টাকা দাম বাড়লো Bullet 350-এর! দুশ্চিন্তায় পড়েছেন গাড়ি-প্রেমীরা

ভারতের বাজারে সবচেয়ে ড্যাশিং গাড়িগুলির মধ্যে অন্যতম গাড়ির নাম হল Royal Enfield Bullet 350cc। গাড়িটি ভারতসহ বিশ্ব বাজারে এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে, Royal Enfield…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের বাজারে সবচেয়ে ড্যাশিং গাড়িগুলির মধ্যে অন্যতম গাড়ির নাম হল Royal Enfield Bullet 350cc। গাড়িটি ভারতসহ বিশ্ব বাজারে এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে, Royal Enfield গাড়ির নাম প্রকাশ্যে আসলেই Bullet 350cc হয়ে ওঠে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে এবার বাইক-প্রেমীদের অন্যতম সেরা বাইকের দাম এক ধাক্কায় বেশ কিছুটা বেড়েছে। যার ফলে বেশ দুশ্চিন্তায় পড়েছেন তারা।

Advertisements

দিনের পর দিন উষ্ণতার পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মানুষের প্রথম পছন্দের বাইকের দাম বৃদ্ধি পাওয়ার ফলে রীতিমতো দুঃস্বপ্নে রাত্রি নিবাস করছে আমজনতা। আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতের বাজারে Royal Enfield Bullet 350cc-র দাম প্রায় 3,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে বাইকের দুর্দান্ত ফির্চাসের ক্ষেত্রে কোন রকম পরিবর্তন আনেনি কোম্পানিটি। আমরা আপনাদের জানিয়ে রাখি, রয়্যাল এনফিল্ড বুলেট-এর কিক স্টার্ট ভ্যারিয়েন্ট কিনতে এখন খরচ পড়বে 1,60,178 টাকা।

Advertisements

তবে দাম বৃদ্ধি পাওয়ার কারণে হতাশার কোনো কারণ নেই বুলেটপ্রেমীদের। দাম বৃদ্ধি পাওয়ার খবর প্রকাশ্যে আসার পর পরই বাইক প্রেমীদের জন্য দুর্দান্ত খবর নিয়ে এসেছে জনপ্রিয় এই গাড়ি নির্মাণ কোম্পানিটি। প্রসঙ্গত, খুব শীঘ্রই Bullet 350-এর নতুন প্রজন্মের মডেল আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। যেটি নতুন ‘J’ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। আগামী কয়েক মাসের মধ্যে ভারতের বাজারে Royal Enfield Bajaj-এর নতুন গাড়িটি লঞ্চ হতে পারে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা।

Advertisements