Simple One EV: Ola-র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল এই ইলেকট্রিক স্কুটার! জেনে নিন মাইলেজ, দাম এবং সেরা বৈশিষ্ট্য

বিগত দুই এক বছরে ভারতের বাজারে গ্রাহকদের ইলেকট্রিক স্কুটারের চাহিদার বেশিরভাগ অংশ পূরণ করেছে গাড়ি নির্মাণ কোম্পানি Ola। বলতে গেলে, ইলেকট্রিক গাড়ির জগতে একচ্ছত্র অধিপত্য…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বিগত দুই এক বছরে ভারতের বাজারে গ্রাহকদের ইলেকট্রিক স্কুটারের চাহিদার বেশিরভাগ অংশ পূরণ করেছে গাড়ি নির্মাণ কোম্পানি Ola। বলতে গেলে, ইলেকট্রিক গাড়ির জগতে একচ্ছত্র অধিপত্য করেছিল এই গাড়ি নির্মাণ কোম্পানিটি। তবে এবার সেই জনপ্রিয় ইলেকট্রিক স্কুটারের বিপক্ষে একপ্রকার যুদ্ধ ঘোষণা করে দিল ব্যাঙ্গালোর ভিত্তিক স্কুটার নির্মাণ কোম্পানি Simple One। বিগত দেড় বছরেরও বেশি সময় ধরে Simple One-এর স্কুটার বাজারে আসার অপেক্ষায় রাত্রি যাপন করছিলেন গাড়ি প্রেমিরা।

Advertisements

সম্প্রতি এই গাড়ি নির্মাণ কোম্পানির তরফ থেকে একটি বড় সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। Simple One-এর তরফ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত তাদের এই গাড়িটি সর্বমোট 1 লক্ষ ইউনিট বুকিং হয়েছে। যা তারা খুব শীঘ্রই ডেলিভারি শুরু করবে। তবে যে সমস্ত ব্যক্তি আগে বুকিং করেছেন তারা প্রথমে ডেলিভারি পাবেন।

Advertisements

যদি দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারের অবাক করা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আপনাদের বলি, তবে Simple One-এর ইলেকট্রিক স্কুটার এক চার্জে সর্বোচ্চ 300 কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারে। জানলে অবাক হবেন, এই গাড়িতে 4.8kwh+1.6kwh এর দুটি শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

শুধু এখানেই শেষ নয়, Simple one extra range electric scooter-এ আপনি দেখতে পাবেন অসাধারণ কিছু ফির্চাস। এই গাড়িটির মোট ওজন 110 কেজির পাশাপাশি অতিরিক্ত 30 লিটল স্টোরেজ রাখা হয়েছে। যদি গাড়িটির চার্জের কথা বলি, তবে দুর্দান্ত এই গাড়িটি সম্পূর্ণ চার্জ করতে মাত্র 3.5 ঘন্টা সময় লাগে। যদি দামের কথা বলি, সেক্ষেত্রে গাড়িটি ক্রয় করতে হলে এর বেস ভেরিয়েন্টের জন্য আপনাকে 1.45 লক্ষ টাকা খরচ করতে হবে।

Advertisements