Simple One: কবে থেকে শুরু হবে ইলেকট্রিক স্কুটার Simple One-এর ডেলিভারি? জেনে নিন, 200 KM মাইলেজ দেওয়া স্কুটারের অবাক বৈশিষ্ট্য

ভারতীয় বাজারে যখন ইলেকট্রিক স্কুটারের প্রথম আগমন ঘটেছিল তখন ভারতবর্ষের গাড়ি প্রেমীদের জন্য চোখ ধাঁধানো বৈশিষ্ট্যের সাথে ইলেকট্রিক স্কুটার অফার করার ঘোষণা করেছিল Simple One।…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতীয় বাজারে যখন ইলেকট্রিক স্কুটারের প্রথম আগমন ঘটেছিল তখন ভারতবর্ষের গাড়ি প্রেমীদের জন্য চোখ ধাঁধানো বৈশিষ্ট্যের সাথে ইলেকট্রিক স্কুটার অফার করার ঘোষণা করেছিল Simple One। 2021 সালের 15 আগস্ট বড় ঘোষণা করেছিল ব্যাঙ্গালোর ভিত্তিক এই গাড়ি নির্মাণ কোম্পানিটি। তবে ঘোষণার পর প্রায় দুই বছর অতিক্রম হলেও রাস্তায় দেখা মেলেনি Simple One-এর ইলেকট্রিক স্কুটার। এমনকি কোম্পানির তরফ থেকে এক ইউনিট স্কুটার ডেলিভারি করা হয়নি গ্রাহকদের কাছে। আজ আমরা এই নিবন্ধে আপনাদের জানাতে চলেছি, কবে থেকে Simple One তাদের স্কুটার ডেলিভারি শুরু করবে-

Advertisements

প্রথমত আমরা আপনাকে জানিয়ে রাখি, ব্যাঙ্গালোর ভিত্তিক গাড়ি নির্মাণ কোম্পানি Simple One যখন প্রথম তাদের ইলেকট্রিক স্কুটার ভারতবাসীর জন্য অফার করেছিল, তখন কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল এক চার্জে 200 KM রাস্তা অতিক্রম করবে এই গাড়িটি। সেই সময় ভারতীয় বাজারে এটাই ছিল এক চার্জে সর্বোচ্চ দূরত্ব অতিক্রমকারী প্রথম ইলেকট্রিক স্কুটার।

Advertisements

কোম্পানির তরফ থেকে বিশাল এই ঘোষণা করার পর গ্রাহকরা লাইন দিয়ে বুকিং শুরু করেছিলেন Simple One-এর স্কুটার। 3000 ইউনিটের বেশি স্কুটার বুকিং হলেও আজ পর্যন্ত একটি স্কুটার ডেলিভারি করা হয়নি কোম্পানির তরফ থেকে। বারবার কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, খুব শীঘ্রই ভারতের রাস্তায় দেখা যাবে সিম্পল ওয়ানের স্কুটার।

তবে বর্তমানে ধৈর্যের সীমা বাঁধ ভাঙতে চলেছে ভারতীয় গাড়ি প্রেমীদের। তারা জানতে আগ্রহ দেখাচ্ছেন, কবে গাড়ি হাতে পাবেন তারা। সূত্রের তথ্য মানা হলে, আগামী 30 এপ্রিল থেকে Simple One তাদের ইলেকট্রিক স্কুটার ভারতীয় রাস্তায় ট্রাইল দেওয়ার কাজ শুরু করবে। সেই কাজ সম্পন্ন হলেই স্বপ্নের স্কুটার হাতে পাবেন গ্রাহকরা।

Advertisements