দুর্মূলের বাজারে মধ্যবিত্ত পরিবারের কথা বিবেচনা করে ভারতীয়দের হাতে সবচেয়ে মাইলেজ সম্পন্ন ইলেকট্রিক স্কুটার তুলে দিতে চলেছে Simple One। বর্তমানে ভারতীয় বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে ইলেকট্রিক গাড়ি বিক্রি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ভারতের চিরাচরিত একাধিক কোম্পানির পাশাপাশি কয়েকটি নতুন কোম্পানি দুর্দান্ত ফির্চাস সহ ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে বাজারে। আজ আমরা আপনাদের যে ইলেকট্রিক স্কুটারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি, সেটির অবিশ্বাস্য ফির্চাস দেখলে রীতিমতো চমকে যাবেন আপনিও। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক গাড়িটির দুর্দান্ত ফির্চাস সম্পর্কে-
যদি ভারতের বাজারে সেরা মাইলেজের গাড়িগুলির তালিকা তৈরি করা হয়, তবে সেই তালিকায় অবশ্যই সবার শীর্ষে থাকবে Simple One-এর নাম। যদি দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির কথা বলি, তবে এই গাড়িতে 4.8kwh+1.6kwh এর দুটি শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই গাড়িতে এমন একটি শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে। যেটি 8,500 RPM-এ ঘুরে আপনার গাড়িকে ঘন্টায় সর্বোচ্চ 105 কিলোমিটার গতিতে ছুটতে সাহায্য করবে। পাশাপাশি Simple One-এর এই ইলেকট্রিক স্কুটার এক চার্জে সর্বোচ্চ 300 কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারে।
ভারতের বাজারে সেরা এই স্কুটারের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে আমরা আপনাদের জানিয়ে রাখি, কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে গাড়িটি মাত্র 3 সেকেন্ডে 0 থেকে 40 কিলোমিটার গতি তুলতে পারে। লম্বা সিটের পাশাপাশি গাড়িতে একটি 30 লিটারের বিশাল স্টোরেজ রাখা হয়েছে। তাছাড়া এতে ব্লুটুথ সংযোগ, কল এবং বার্তা সতর্কতা, হাইপারচার্জিং সহ সম্পূর্ণ টাচস্ক্রিন ডিসপ্লের মত সুবিধা প্রদান করছে। যদি দুর্দান্ত এই গাড়িটির দামের কথা বলি, সেক্ষেত্রে গাড়িটি ক্রয় করতে হলে এর বেস ভেরিয়েন্টের জন্য আপনাকে 1.10 লক্ষ টাকা খরচ করতে হবে। পাশাপাশি দুর্দান্ত এই গাড়িটির সর্বোচ্চ ফির্চাস গ্রহণ করতে হলে আপনাকে খরচ করতে হবে মাত্র 1.45 লক্ষ টাকা।