জ্বালানি তেলের ঊর্ধ্বমূলের কারণে বর্তমানে গাড়ি কেনা একপ্রকার দুঃস্বপ্নে পরিণত হয়েছে মধ্যবিত্তের। পাশাপাশি প্রয়োজন ব্যতীত বাইক অথবা স্কুটার চালানো একপ্রকার বন্ধ করে দিয়েছেন ভারতের সাধারণ নাগরিকরা। তবে এবার মধ্যবিত্তের দুশ্চিন্তা দূর করতে নতুন পদক্ষেপ গ্রহণ করল ভারতের গাড়ি নির্মাণ কোম্পানি Bajaj। ভারতীয় বাজারে সর্বাধিক মাইলেজ দেওয়া Hero Splendor গাড়ির বাজার ধ্বংস করতে নতুন পদক্ষেপ গ্রহণ করল কোম্পানিটি। মধ্যবিত্তের দুশ্চিন্তা দূর করতে Bajaj Platina 110cc বাইক লঞ্চ করেছে কোম্পানিটি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, গাড়িটির দুর্দান্ত কিছু বৈশিষ্ট-
যদি এই গাড়িটির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আপনাদের বলি, তবে গাড়িটিতে একটি শক্তিশালী 115.45cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। শক্তিশালী এই ইঞ্জিনটি 8.44 PS শক্তি এবং 9.81 NM টর্ক জেনারেট করতে সক্ষম। পাশাপাশি দুর্দান্ত এই ইঞ্জিনটি 4-স্পিড গিয়ার বক্সের দ্বারা নিয়ন্ত্রিত হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি গাড়িটির মাইলেজের কথা বলি সে ক্ষেত্রে, লিটার প্রতি তেলে গাড়িটি 80 KM পথ অতিক্রম করতে পারে বলে দাবি করেছে এই সংস্থাটি।
এছাড়া Bajaj Platina গাড়িটিতে আরও একাধিক নতুন বৈশিষ্ট্য যুক্ত করেছে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি। এই গাড়িতে আপনি ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল কনসোল, এন্টি লক ব্রেকিং সিস্টেমের মতো একাধিক স্মার্ট বৈশিষ্ট্য দেখতে পাবেন। পাশাপাশি চালকের সুবিধার জন্য আরামদায়ক আসনের ব্যবস্থা করা হয়েছে দুর্দান্ত এই গাড়িতে। যদি দামের কথা বলি, সেক্ষেত্রে Bajaj Platina 110 ABS গাড়িটি আপনি এক্স শো-রুম থেকে 72,224 টাকায় ক্রয় করতে পারবেন। যদি অন রোড এই গাড়িটির দামের কথা বলি, সে ক্ষেত্রে গাড়িটি ক্রয় করতে হলে আপনাকে মাত্র 85,000 টাকা খরচ করতে হবে।