Honda SCL500: অবিশ্বাস্য চমক Honda-র! শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে CL500 Scrambler

এই মুহূর্তে ভারতের বাজারে যে কয়টি গাড়ি নির্মাণ কোম্পানি রয়েছে। তাদের মধ্যে Honda অন্যতম। লো-বাজেটের গাড়ি থেকে শুরু করে স্পোর্টস গাড়ি, প্রত্যেকটি সেগমেন্টে নিজেদেরকে অতি…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে ভারতের বাজারে যে কয়টি গাড়ি নির্মাণ কোম্পানি রয়েছে। তাদের মধ্যে Honda অন্যতম। লো-বাজেটের গাড়ি থেকে শুরু করে স্পোর্টস গাড়ি, প্রত্যেকটি সেগমেন্টে নিজেদেরকে অতি উচ্চ পর্যায়ে নিয়ে গেছে বিদেশী এই সংস্থাটি। এবার সবাইকে অবাক করে দিয়ে 500cc সেগমেন্টে ক্রুজার বাইক লঞ্চ করতে চলেছে Honda। জানা গেছে, খুব শীঘ্রই ভারতের বাজারে CL500 Scrambler নামের সুপার বাইক লঞ্চ করবে Honda। আজ এই নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, বাজারে লঞ্চ হতে চলা Honda CL500 Scrambler গাড়ির অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisements

প্রথমেই যদি এই সুপার বাইকটির ডিজাইন সম্পর্কে বলি, তবে এর ম্যাশ ফিনিশিং ডিজাইন প্রথম লুকে আপনাকে আকর্ষিত করবে। এছাড়া একটি কমপ্যাক্ট ফুয়েল ট্যাঙ্ক, ছোট গোলাকার হেডল্যাম্প ও একটি ওপেন ফ্রেম প্রদান করা হয়েছে দুর্দান্ত এই গাড়িটিতে। যা নিঃসন্দেহে আপনাকে একটি প্রিমিয়াম গাড়ির ফিলিংস অনুভব করাবে।

23YM CL500

Advertisements

যদি দুর্দান্ত এই গাড়িটির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এই বাইকে রয়েছে একটি 471cc-র প্যারারেল টুইন ইঞ্জিন সেট-আপ। যা 46.5HP-র পাওয়ারের সাথে 43.4 Nm টর্ক জেনারেট করে। যদি গাড়িটিতে যাত্রীদের নিরাপত্তার কথা বলি, তবে এর 19 ইঞ্চির দুই অ্যালয় হুইলেই ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক বাজারে এই বাইকটি লঞ্চ করা হলেও, ভারতের বাজারে কবে এই বাইকটি লঞ্চ করা হবে তা নিয়ে সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনরকম তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে Honda-র তরফ থেকে খুব শীঘ্রই আরও একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হতে চলেছে। এবার থেকে শুধুমাত্র পেট্রোল ইঞ্জিনের বাইকই নয়, খুব শীঘ্রই ভারতের বাজারে নিজেদের নতুন ফ্লেক্সি-ফুয়েল বাইক নিয়ে হাজির হতে চলেছে এই সংস্থা।

Advertisements