জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বর্তমানে ইলেকট্রিক গাড়ির চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ভারতের একাধিক কোম্পানি তাদের চিরাচরিত পেট্রোল অথবা ডিজেল ইঞ্জিনের গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। আর ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ির বেশিরভাগ অংশ দখল করে রেখেছে গাড়ি নির্মাণ কোম্পানি টাটা। আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে টাটার একাধিক ইলেকট্রিক গাড়ি ভারতীয় বাজারে দাপিয়ে বেড়াচ্ছে।

গোপন তথ্যের ভিত্তিতে আমরা আপনাদের জানিয়ে রাখি, খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে রতন টাটার স্বপ্নের রাজকন্যা Tata Nano ইলেকট্রিক গাড়ি। ডিজেল ইঞ্জিনের গাড়ি ছেড়ে এবার টাটা ন্যানোকে ইলেকট্রিক গাড়িতে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। জানা যাচ্ছে, স্পোর্টস লুকে বাজারে লঞ্চ করা হবে Tata Nano ইলেকট্রিক গাড়ি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, নতুন টাটা ন্যানোর ডিজাইন এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-
যদি গাড়িটির কিছু দুর্দান্ত ফির্চাস সম্পর্কে বলি তবে আপনারা জানলে অবাক হবেন যে, Tata Nano EV ইলেকট্রিক গাড়িটিতে পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগ সহ 7-ইঞ্চি টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগের মত দুর্দান্ত ফির্চাস লক্ষ্য করা যাবে।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, দুর্দান্ত এই গাড়িটির ডিজাইন স্পোর্টস গাড়ির মতো করা হয়েছে। যদি মাইলেজের কথা বলি, তবে এই গাড়িটি ভারতীয় বাজারে দুটি ভেরিয়েন্টে উপলব্ধ হবে। যার মধ্যে প্রথমটিতে একটি 19 kWh ব্যাটারির প্যাক ব্যবহার করা হয়েছে। যা একবার সম্পূর্ণ চার্জে 250 কিলোমিটারের পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এর দ্বিতীয় ব্যাটারি প্যাক সম্পর্কে যদি বলি, এটি একটি 24 kWh ব্যাটারি প্যাক, যা একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে, আপনি 315 কিলোমিটারের মতো ড্রাইভ রেঞ্জ পাবেন। যদি গাড়িটির দামের কথা বলি, তবে ভারতীয় বাজারে এর প্রারম্ভিক মূল্য হতে পারে 5 লাখ টাকার কাছাকাছি।







