ভারতীয় গাড়ি প্রেমীদের অন্যতম পছন্দের একটি গাড়ি হল Maruti Brezza। এর দূর্দান্ত ফির্চাস এবং ড্যাসিং লুক বরাবরই গাড়ি প্রেমীদের আকর্ষণ করে এসেছে। তবে দামের কথা চিন্তা করে অনেকেই গাড়িটি ক্রয় করতে পারেন না। এবার সেই সমস্যার সমাধান নিয়ে এসেছে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি। নগদ অর্থ প্রদানের ঝামেলা কমাতে গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এলো Maruti। যার ফলে গাড়িটি ক্রয় করতে আর একসাথে কয়েক লক্ষ টাকা নয়, বরং ১ লক্ষ টাকা খরচ করে গাড়িটি ঘরে তোলার সুযোগ পাবেন গ্রাহকরা।
আপনি যদি 2023 সালে এই গাড়িটি কেনার কথা ভাবেন তবে এই অফারটি কাজে লাগাতে পারবেন আপনিও। Maruti Brezza Suv কিনতে মাত্র ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে আপনাকে। এরপর আপনি 9% সুদের হারে 5 বছরের জন্য EMI-এর সুবিধা গ্রহণ করতে পারেন। আর সেই সুবিধা পেতে আপনাকে মাসে মাত্র 17,006 টাকা প্রদান করতে হবে কোম্পানিকে।
যদি Maruti Brezza SUV গাড়িটির ফির্চাস সম্পর্কে আপনাদের বলি তবে ভারতীয় বাজারে এই গাড়িটি 1.5-লিটার পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত হয়। যা 105 PS শক্তি এবং 138 Nm টর্ক জেনারেট করে৷ শক্তিশালী এই ইঞ্জিনটি 4-স্পীড স্বয়ংক্রিয় গিয়ারবক্সের সাথে 5-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশনে বাজারে উপলব্ধ রয়েছে।
এর পাশাপাশি গাড়িটিতে ডুয়াল এয়ারব্যাগ, EBD সহ ABS, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল এবং রিভার্স পার্কিং সেন্সরের মতো নিরাপত্তা প্রযুক্তি দিয়েছে Maruti। এছাড়া সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য গাড়িটিতে 7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে।