Tata Motors: মাত্র 2 লক্ষ টাকায় নতুন অবতারে প্রত্যাবর্তন করতে চলেছে Tata Nano, এক চার্জেই চলবে 315KM

বর্তমানে তেলের মূল্যবৃদ্ধি ঘুম ওড়াচ্ছে মধ্যবিত্তের। সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি গাড়ির শখ পূরণ করলেও তেলের উর্ধ্বমূল্যের কারণে বেশিরভাগ গাড়ি প্রেমিরা গাড়ি চালাতে ভয় পাচ্ছেন।…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে তেলের মূল্যবৃদ্ধি ঘুম ওড়াচ্ছে মধ্যবিত্তের। সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি গাড়ির শখ পূরণ করলেও তেলের উর্ধ্বমূল্যের কারণে বেশিরভাগ গাড়ি প্রেমিরা গাড়ি চালাতে ভয় পাচ্ছেন। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের বিকল্প হিসেবে বাজারে ইলেকট্রিক গাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে TATA। আর সেই উদ্দেশ্যে সবচেয়ে কম মূল্যে এবং দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে ই-গাড়ি বাজারে বিক্রি করার সমস্ত পরিকল্পনা সেরে ফেলেছে এই গাড়ি নির্মাণ কোম্পানিটি।

Advertisements

তবে এর জন্য নতুন কোন মডেলের গাড়ি নয়, বরং রতন টাটার স্বপ্নের গাড়ি Tata Nano কে নতুন ডিজাইনে এবং একাধিক চোখ ধাঁধানো ফির্চাসের সঙ্গে ভারতের বাজারে আনতে চলেছে গাড়ি নির্মাণ কোম্পানিটি। কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে, এটাই হবে ভারতীয় বাজারে সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ি। নাম একই হলেও এবার গাড়িটির লুকিংয়ে বিরাট পরিবর্তন এনেছে টাটা। যা আপনাকে একটি প্রিমিয়াম গাড়ির অনুভব দেবে বলে দাবি করা হচ্ছে।

Advertisements

যদি গাড়িটির অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে Tata Nano EV ইলেকট্রিক গাড়িটিতে পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগ সহ 7-ইঞ্চি টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগের মত সুবিধা থাকবে।

পাশাপাশি কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, দুটি ভেরিয়েন্টের ব্যাটারি সংযোগ দেওয়া হবে গাড়িটিতে। গ্রাহকরা নিজের পছন্দ অনুযায়ী মডেল ক্রয় করতে পারবেন। যার মধ্যে প্রথমটি একটি 19 kWh ব্যাটারির প্যাক যা একবার সম্পূর্ণ চার্জে 250 কিলোমিটারের পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এর দ্বিতীয় ব্যাটারি প্যাক সম্পর্কে যদি বলি, এটি একটি 24 kWh ব্যাটারি প্যাক, যা একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে, আপনি 315 কিলোমিটারের ড্রাইভ রেঞ্জ পাবেন। যদি দামের কথা বলি তবে জানলে অবাক হবেন যে, চাইলে গাড়িটি আপনি তিন লাখের কম মূল্যে ক্রয় করতে পারবেন।

Advertisements