Automotive: আগামী ৪ মাসের মধ্যে একাধিক অত্যাধুনিক গাড়ি লঞ্চ করতে চলেছে টাটা, মারুতি ও হোন্ডা! দেখুন চোখ ধাঁধানো ফির্চাস

চলতি বছর ইলেকট্রিক গাড়ির বাজারে একের পর এক চোখ ধাঁধানো গাড়ি নিয়ে আসতে চলেছে ভারতের প্রথম সারির গাড়ি নির্মাণ কোম্পানিগুলি। জানা গেছে, আগামী চার মাসের…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

চলতি বছর ইলেকট্রিক গাড়ির বাজারে একের পর এক চোখ ধাঁধানো গাড়ি নিয়ে আসতে চলেছে ভারতের প্রথম সারির গাড়ি নির্মাণ কোম্পানিগুলি। জানা গেছে, আগামী চার মাসের মধ্যে Maruti Suzuki Frank’s, Tata Motors Harrier, Honda City Facelift মত মডেলের গাড়ি গুলো বাজারে আনতে চলেছে কোম্পানিগুলি। তবে গাড়িগুলি বাজারে লঞ্চ হওয়ার আগেই তাদের চোখ ধাঁধানো ফির্চাস সম্পর্কে গ্রাহকদের অবহিত করেছে জনপ্রিয় এই গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানগুলি। আজ এই নিবন্ধে সেই প্রসঙ্গে আপনাদের তথ্য দিতে চলেছি আমরা-

Advertisements

Maruti Suzuki Fronx: তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে Maruti Suzuki Fronx মডেলের গাড়িটি বাজারে উপলব্ধ করাবে মারুতি সুজুকি। যদি দামের কথা বলি, তবে ভারতীয় বাজারে এই গাড়িটির বিক্রয় মূল্য হতে পারে ৭ লক্ষ টাকার কাছাকাছি। এটি Nexa ডিলারশিপের মাধ্যমে বিক্রি করা হবে এবং 1.2L পেট্রোল এবং 1.0L টার্বো পেট্রোল ইঞ্জিনের সাথে গাড়িটি বিক্রি হবে ভারতীয় বাজারে। যদি লুকিংয়ের কথা বলি, তবে ছোট গাড়িটি একটি ড্যাশিং স্টাইলে গ্রাহকদের মন জয় করতে আসছে।

Advertisements

Honda City Facelift: ভারতের বাজারে জনপ্রিয় গাড়ি কোম্পানি হোন্ডা তাদের নতুন মডেল Honda City Facelift লঞ্চ করতে চলেছে আগামী দুই এক মাসের মধ্যে। হাইব্রিড পাওয়ারট্রেন সম্মিলিত এই গাড়িটি বিশেষ পছন্দ করবেন ভারতীয় গাড়ি প্রেমীরা, এমনটাই মনে করছেন গাড়ি নির্মাণ কোম্পানির উচ্চ আধিকারিকরা। গাড়িটিতে একাধিক নতুন ফির্চাস সহ ডিজাইনে বিশেষ পরিবর্তন এনেছে হোন্ডা। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতীয় বাজারে এই গাড়িটির প্রারম্ভিক মূল্য হতে পারে 12-13 লক্ষ টাকা।

Tata Motors Harrier: বর্তমানে ভারতীয় বাজারে সবচেয়ে ক্রমবর্ধন বিকাশ পাওয়া গাড়ি কোম্পানিটির নাম হল টাটা মোটরস। বিগত কয়েক বছরে একাধিক নিত্য নতুন পেট্রোল/ডিজেল গাড়ির পাশাপাশি ইলেকট্রিক গাড়ি নির্মাণে মন দিয়েছে প্রতিষ্ঠানটি। এবার সেই ধারা অব্যাহত রেখে চলতি বছর SUV Harrier এবং Safari মডেলের গাড়ি বাজারে নামাতে চলেছে তারা। গাড়িতে টাচ স্কিন ইনফোটেইনমেন্ট সিস্টেমের পাশাপাশি 360⁰ ক্যামেরা সিস্টেম সহ একাধিক নিত্য নতুন সুবিধা সংযুক্ত করতে চলেছে টাটা মোটরস। গাড়িটির দাম এপ্রিলে প্রকাশ করবে টাটা।

Advertisements