স্বপ্নের SUV গাড়ি কেনার কথা ভাবছেন? কিন্তু অর্থের অভাবে কিনতে পারছেন না? তবে আজ আমরা আপনাদের এমন একটি অফার সম্পর্কে জানাতে চলেছি, যেটি জানার পর সবচেয়ে কম মূল্যে আপনিও হয়ে উঠতে পারেন একটি SUV গাড়ির মালিক। আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতে SUV গাড়ি উৎপাদনে বিশেষভাবে এগিয়ে রয়েছে Tata। প্রতি বছর ভারতীয় বাজারে বেশিরভাগ SUV গাড়ি বিক্রি করে থাকে ভারতীয় এই কোম্পানিটি। আজ আমরা আপনাদের যে অফারটি জানাতে চলেছি, সেটি আসলে সেকেন্ড হ্যান্ড Tata Nexon গাড়ির অফার। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
1. Tata Nexon XM 1.2 ম্যানুয়াল 2018: এই তালিকায় সবার প্রথমে রয়েছে 2018 সালের একটি Tata Nexon গাড়ির নাম। গাড়িটি এখনো পর্যন্ত সর্বমোট 58,008 কিলোমিটার পথ চলেছে। সম্পূর্ণ নতুন কন্ডিশনের এই গাড়িটি বর্তমানে 6.18 লাখ টাকায় বিক্রির জন্য Cars24.com-এ বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
2. Tata Nexon XM 1.2 ম্যানুয়াল 2018: সেকেন্ড হ্যান্ড গাড়ির এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি Tata Nexon XM 1.2 ম্যানুয়াল 2018 মডেলের নাম। সংস্থার দেওয়া বিজ্ঞাপনে জানানো হয়েছে, গাড়িটি এখনো পর্যন্ত 88,706 কিলোমিটার পথ চলেছে। গাড়িটি বিক্রির জন্য এর মালিক দাম নির্ধারণ করেছে 6.30 লাখ টাকা।
3. Tata Nexon XZA+ 2018: গাড়ি বিক্রির এই ওয়েবসাইটে আরও একটি দুর্দান্ত গাড়ি সংযুক্ত হয়েছে। Nexon XZA+ 1.2 ডুয়াল টোন স্বয়ংক্রিয় গাড়িটি এখনও পর্যন্ত সর্বমোট 75,382 কিলোমিটার রাস্তা চলেছে। গাড়িটি বিক্রয়ের জন্য এর মালিক দাম চেয়েছেন 6.72 লাখ টাকা।