Tata Panch Finance: মাত্র 1 লাখ টাকা ডাউন পেমেন্টে আজই কিনুন Tata Punch, জেনে নিন মাসিক EMI-এর সম্পূর্ণ প্লান

এই মুহূর্তে ভারতীয় বাজারে যে গাড়িগুলি গ্রাহকদের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠছে তার মধ্যে সেরাদের তালিকায় রয়েছে ভারতীয় কোম্পানির Tata Punch। গাড়িটি বিগত বছরে হাজার…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে ভারতীয় বাজারে যে গাড়িগুলি গ্রাহকদের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠছে তার মধ্যে সেরাদের তালিকায় রয়েছে ভারতীয় কোম্পানির Tata Punch। গাড়িটি বিগত বছরে হাজার হাজার ইউনিট বিক্রির পাশাপাশি গ্রাহকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। গ্রাহকরা এখনো গাড়িটি কেনার জন্য লাইন দিচ্ছেন টাটার বিভিন্ন শোরুমে। তবে গাড়িটির দাম এর জনপ্রিয়তা বেশ কিছুটা হ্রাস করেছে বলে মনে করছেন গাড়ি বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে টাটার তরফ থেকে মাসিক কিস্তিতে গ্রাহকদের জন্য গাড়িটির দাম পরিশোধ করার দুর্দান্ত অফার ঘোষণা করা হয়েছে।

যদি টাটার এই নতুন গাড়িটি সম্পর্কে বলি, তবে Tata 4 টি ট্রিম লেভেল জুড়ে 26 টি ভেরিয়েন্টে অফার করেছে, যথা- Pure, Adventure, Accomplished এবং Creative। যে গাড়িগুলি দিল্লির এক্স শোরুম 6 লাখ থেকে শুরু করে 9.4 লাখ টাকা পর্যন্ত। গাড়িটির যদি ইঞ্জিনের কথা বলি, তবে এটিতে 1199cc পেট্রোল ইঞ্জিন মাইক্রো SUV ম্যানুয়াল এবং স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের মত সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া Tata Punch গাড়িটির যদি মাইরাজের কথা বলি, তবে গাড়িটি লিটার প্রতি তেলে 20.09 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে বলে দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে।

গাড়িটির যদি দামের কথা বলি, তবে Tata Punch Pure মডেলের গাড়িটি 6,58,728 টাকায় কিনতে পারবেন। যদি গাড়িটি আপনার লোনের মাধ্যমে ক্রয় করতে চান সে ক্ষেত্রে 1 লাখ টাকা ডাউন পেমেন্ট সহ 9% সুদের হারে 5 বছর মেয়াদী আপনাকে প্রতি মাসে 11,598 টাকা EMI দিতে হবে। এছাড়া, Tata Punch, Tata Punch Adventure-এর তৃতীয় সস্তা মডেলের দাম 7,70,804 টাকা৷ যেটি ক্রয় করতে হলে আপনাকে 1 লাখ টাকা ডাউন পেমেন্ট সহ 9% সুদে 5 বছর মেয়াদী মাসিক 13,925 টাকা করে পরিশোধ করতে হবে।

Advertisements
Advertisements