MG Comet EV: Tata Nano-র চেয়ে ছোট গাড়ি বাজারে আনতে চলেছে MG Motor, কম দামে পাবেন চোখ ধাঁধানো বৈশিষ্ট্য

বর্তমানে ভারতীয় বাজারে 80 শতাংশ ইলেকট্রিক গাড়ি নির্মাণ করছে Tata। তবে এবার Tata-র আধিপত্য কমাতে ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ি নির্মাণ করার প্রতিযোগিতায় নাম লেখাতে চলেছে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতীয় বাজারে 80 শতাংশ ইলেকট্রিক গাড়ি নির্মাণ করছে Tata। তবে এবার Tata-র আধিপত্য কমাতে ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ি নির্মাণ করার প্রতিযোগিতায় নাম লেখাতে চলেছে MG Motor। এবার Tata Nano-র চেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি বাজারে আনার সমস্ত পরিকল্পনা করে ফেলেছে MG Motor। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছরের শেষে ভারতের রাস্তায় MG Motor নির্মিত ইলেকট্রিক গাড়ি MG Comet EV চলতে দেখা যাবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, গাড়িটির চোখ ধাঁধানো বৈশিষ্ট্য-

Advertisements

MG Motor কর্তৃক নির্মিত MG Comet EV ইলেকট্রিক গাড়িটি হতে চলেছে ভারতের সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি। লম্বা এই গাড়িটি মাত্র 2.9 মিটার। মাত্র দুটি দরজার ব্যবস্থা থাকবে এই গাড়িটিতে। শুধু তাই নয়, গাড়িটির দাম হবে মধ্যবিত্তের নাগালের মধ্যে। গাড়ি নির্মাণ কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, ভারতের যেকোনো শোরুম থেকে 10 লক্ষ টাকার চেয়ে কম মূল্যে গাড়িটি ক্রয় করা যাবে। যদি এই গাড়িটির আরও বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে শুরু থেকেই অবাক হয়ে যাবেন আপনি।

Advertisements

দুই আসন বিশিষ্ট এই গাড়িতে সুরক্ষার কথা বিশেষভাবে মাথায় রেখেছে গাড়ি নির্মাণ কোম্পানিটি। যার ফলে এতে ডুয়াল এয়ারব্যাগ, ABS, EBD এবং রিয়ার পার্কিংয়ের মত সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি যদি ব্যাটারির কথা বলি, তবে এই গাড়িটি দুটি ভেরিয়ান্টে উপলব্ধ হবে ভারতীয় বাজারে। এন্ট্রি-লেভেল ভেরিয়েন্টে সিঙ্গেল চার্জিংয়ে 200KM রেঞ্জ পাবেন গ্রাহকরা। এই ভেরিয়েন্টে একটি 17.3kWh ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। পাশাপাশি, MG ধূমকেতুর হাই-এন্ড ভেরিয়েন্ট এক চার্জে 300KM রাস্তা অতিক্রম করবে। এটিতে একটি 26.7kWh ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

Advertisements