বর্তমানে তেলের মূল্যবৃদ্ধি ঘুম ওড়াচ্ছে মধ্যবিত্তের। সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি গাড়ির শখ পূরণ করলেও তেলের উর্ধ্বমূল্যের কারণে বেশিরভাগ গাড়ি প্রেমিরা গাড়ি চালাতে ভয় পাচ্ছেন। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের বিকল্প হিসেবে বাজারে ইলেকট্রিক গাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে TATA। সবচেয়ে কম মূল্যে দুর্দান্ত বৈশিষ্ট্যের ইলেকট্রিক গাড়ি এবার বাজারে আনার পুরো পরিকল্পনা সেরে ফেলেছে এই গাড়ি নির্মাণ কোম্পানিটি।
তবে নতুন কোন গাড়ি নয়, কোম্পানির মালিক রতন টাটার স্বপ্নের গাড়ি TATA Nano এবার অন্যরূপে বাজারে আসতে চলেছে। কোম্পানির তরফ থেকে বলা হচ্ছে, এটাই হবে ভারতীয় বাজারে সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ি। নাম একই হলেও এবার গাড়িটির লুকিংয়ে বিরাট পরিবর্তন এনেছে টাটা। যা আপনাকে একটি প্রিমিয়াম গাড়ির অনুভব দেবে বলে দাবি করা হচ্ছে। Tata Nano EV স্পোর্টস লুকের সাথে অসাধারণ রেঞ্জ দেবে বলেও দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে।
যদি বাজারে আসতে চলা এই গাড়িটির বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে Tata Nano EV ইলেকট্রিক গাড়িটিতে পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগ সহ 7-ইঞ্চি টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগের মত দুর্দান্ত সুবিধা রেখেছে গাড়ি নির্মাণ কোম্পানিটি।
এছাড়া কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, গাড়িটি এক চার্জে 315 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম হবে। এই মুহূর্তে Tata-এর সবচেয়ে সস্তা ইলেকট্রিক গাড়ি হল Tiago। যার দাম 8.50 লক্ষ টাকা থেকে শুরু করে 11.79 লক্ষ টাকার মধ্যে বিভিন্ন ব্যাটারি প্যাকেজ নিতে পারেন গ্রাহকরা। Tata Nano গাড়িতে বাজার মূল্য কি হবে সে প্রসঙ্গে এখনো কোনো রকম তথ্য প্রকাশ করেনি ভারতের এই জনপ্রিয় গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটি।