বর্তমানে ভারতীয় বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে নিজের শখের বাইক অথবা স্কুটার চালাতে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছেন ভারতের মধ্যবিত্তরা। এমন পরিস্থিতিতে সাধারণ নাগরিকের কাছে প্রথম পছন্দের গাড়ি হয়ে উঠেছে ইলেকট্রিক বাইক অথবা স্কুটার। পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে ইতিমধ্যে ভারতের একাধিক কোম্পানি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে বাজারে, যা বেশ জনপ্রিয়তাও অর্জন করেছে। পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে সম্প্রতি Tunwal Sport 63 Mini নামের একটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে Tunwal। আজ আমরা আপনাদের জানাতে চলেছি Tunwal Sport 63 Mini ইলেকট্রিক স্কুটারের দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে-
আমরা প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এটি ভারতের বাজারে সবচেয়ে ধীর গতির স্কুটার গুলির মধ্যে একটি। এই স্কুটারটি ঘণ্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার স্পিডে চলতে পারায় এটি চালাতে কোন প্রকার লাইসেন্সের প্রয়োজন হবে না। যে কারণে এটি মানুষের প্রথম পছন্দের কারণ হয়ে উঠেছে। উল্লেখ্য, কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারটি এক চার্জে সর্বোচ্চ 70 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম হবে। শক্তিশালী স্কুটারের ব্যাটারি সম্পর্কে বললে আমরা আপনাদের জানিয়ে রাখি, স্কুটারটির মধ্যে ৪৮ ভোল্ট ২৬ এম্পিয়ার-এর ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে।
যদি এর দাম সম্পর্কে আমরা আপনাদের বলি, তবে আপনি চাইলে মাত্র 49,999 টাকায় গাড়িটি ক্রয় করতে পারবেন। যদি গাড়িটির আরও অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, পুশ বাটন স্টার্ট, ইবিএস, এলইডি হেডলাইট এবং এলইডি টেললাইট-এর মত সুবিধা মিলবে এতে। যদি নিরাপত্তার কথা বলি, তবে এই স্কুটারের দুই চাকাতে ড্রাম ব্রেক সিস্টেম ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, স্কুটারটি কিনতে হলে রেজিস্ট্রেশন বা ট্যাক্স বাবদ আপনাকে কোনরকম বাড়তি অর্থ প্রদান করতে হবে না বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।