১.৫ লক্ষ টাকার TVs Apache RTR পাওয়া যাচ্ছে ৩০ হাজার টাকায়! গল্প নয় এটাই সত্যি

দেশের টু হুইলার মার্কেটে টিভিএস মোটরস কোম্পানির বাইকগুলো গ্রাহকদের পছন্দের তালিকার ওপরের দিকে থাকে সর্বদা। ভারতে উপলব্ধ বাইক সেগমেন্টে প্রায় সব বিভাগেই একাধিক বাইক রয়েছে…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

দেশের টু হুইলার মার্কেটে টিভিএস মোটরস কোম্পানির বাইকগুলো গ্রাহকদের পছন্দের তালিকার ওপরের দিকে থাকে সর্বদা। ভারতে উপলব্ধ বাইক সেগমেন্টে প্রায় সব বিভাগেই একাধিক বাইক রয়েছে TVs Motors কোম্পানির। এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক সেগমেন্টের কথা ধরা যায়, তাহলে TVs Apache RTR 180 দেশের অন্যতম জনপ্রিয় বাইক। বাইকটিতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন। যার ফলে Apache RTR দেশের যুব সমাজের মধ্যে বেশ জনপ্রিয়। বাজারে এই বাইকটির এক্স-শোরুম মূল্য ১.৩২ লক্ষ টাকা। বাজেট সেগমেন্টে থাকার অন্যান্য বাইকের তুলনায় Apache RTR এর দাম একটু বেশি। তাই সবার পক্ষে পছন্দের তালিকায় থাকা এই টু হুইলার কেনা সম্ভব নয় না। তবে চিন্তা করবেন না। ইচ্ছা যখন আছে তখন উপায় নিশ্চই কিছু একটা হবে।

Advertisements

বাইকটির দাম মোটামুটি দেড় লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু অনেক অনলাইন ওয়েবসাইট খুব কম দামে জনপ্রিয় Apache RTR কিনতে পাওয়া যাচ্ছে। কোন ওয়েব সাইট থেকে কিনলে দাম তুলনামূকভাবে কম পড়বে সেটা নিজে থেকে একটু পরখ করে নিতে হবে। সেই সঙ্গে বাইকের সমস্ত কাগজপত্র যাচাই করে নেওয়া জরুরি। কারণ কম দামে বিক্রি হওয়া এই বাইক অধিকাংশ পুরনো মডেলের বা সেকেন্ড হ্যান্ড। আমরা শুধু কিছু তথ্য তুলে ধরছি। কিনতে হলে অবশ্যই নিজে থেকে যাচাই করে নেওয়া জরুরি।

Advertisements

TVs Apache RTR

টিভিএস অ্যাপাচি আরটিআর ১৮০ বাইকের ২০১২ মডেলটি OLX ওয়েবসাইটে বিক্রয়ের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এই বাইকটি দিল্লি নম্বরে নিবন্ধিত এবং খুব ভাল অবস্থায় রয়েছে বলে বিজ্ঞাপনে দাবি করা হয়েছে। এখান থেকে আপনি ৩০ হাজার টাকায় এই বাইকটি কিনতে পারবেন।

টিভিএস অ্যাপাচি আরটিআর ১৮০ বাইকের ২০১৫ মডেলটি QUIKR ওয়েবসাইটে বিক্রয়ের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এই বাইকটি দিল্লি নম্বরে নিবন্ধিত এবং খুব ভাল অবস্থায় রয়েছে বলে দাবি করছে বিক্রেতা। এখান থেকে আপনি ৫০ হাজার টাকায় এই বাইকটি কিনতে পারবেন।

Advertisements