বলিউডের জনপ্রিয় সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’-এর ছোট্ট মুন্নির কথা নিশ্চয়ই মনে আছে সবার। সালমান খানের বিপরীতে অভিনয় করে ফিল্ম ইন্ডাস্ট্রি জগতে সাড়া জাগিয়েছিল ৬ বছরের মুন্নি। এরপর থেকে ধারাবাহিকভাবে সিনেমা জগতে দেখা না গেলেও সম্প্রতি তার কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানে তার রূপ দেখে মুগ্ধ হচ্ছেন নেটিজেনদের একাংশ। তার হট ফটো দেখে ঘুম উড়েছে একাধিক তরুণের।
বলিউডের ভাইজানের বিপরীতে অভিনয় করে যেমন রাতারাতি ভাইরাল হয়েছিল মুন্নি, ঠিক তেমনি তার কয়েকটা ছবি মিডিয়ার নজরে আসতেই ফের তাকে নিয়ে জল ঘোলা করতে শুরু করেছে নেট প্রেমীরা। যে সালমান খানের বিপরীতে অভিনয় করে নিজের পরিচয় গড়েছিল ছোট্ট মেয়ে মুন্নি, আজ সেই ছোট্ট মেয়ের জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছেন বলিউডের তারকা অভিনেতা সালমান খান।
আমরা আপনাদের জানিয়ে রাখি, ছোট্ট সেই মুন্নি নিজের সৌন্দর্যের জন্য বর্তমানে টাইমলাইনে রয়েছেন। নিজের রূপ দিয়ে তরুণদের হৃদয় জায়গা করে নিয়েছে সেদিনের সেই ছোট্ট মেয়েটি। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে কাজ করা সুন্দরী মেয়ে মুন্নির বর্তমানে অনেকটা বড় হয়েছে। আর বড় হওয়ার পাশাপাশি অনেক সুন্দরীও হয়েছে। উল্লেখ্য, সেদিনের সেই ছোট্ট মেয়ে মুন্নির আসল নাম হর্ষালি মালহোত্রা। যে বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বাইরে রয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় তার ছবি দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন, সৌন্দর্যে হর্ষালি মালহোত্রা বলিউডের আবোড়-তাবোড় অভিনেত্রীদের চেয়ে লাবণ্যময়ী।