‘আদিপুরুষে’ শ্রী রামের ভূমিকায় প্রভাসকে দেখানো যেত এইভাবে, রইল সমস্ত চরিত্রের মায়াবী ছবি

সম্প্রতি, ভগবান শ্রী রামের অসংখ্য কর্মকাণ্ডের মধ্যে লঙ্কার রাজা রাবণের হাত থেকে দেবী সীতার উদ্ধার কাহিনী নির্মাণ করতে গিয়ে হাজার প্রশ্নে জর্জরিত হয়েছেন বলিউডের একাধিক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

সম্প্রতি, ভগবান শ্রী রামের অসংখ্য কর্মকাণ্ডের মধ্যে লঙ্কার রাজা রাবণের হাত থেকে দেবী সীতার উদ্ধার কাহিনী নির্মাণ করতে গিয়ে হাজার প্রশ্নে জর্জরিত হয়েছেন বলিউডের একাধিক তারকা অভিনেতা-অভিনেত্রী। এমনকি তাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে সিনেমা বয়কটের ডাক দিয়েছেন লক্ষাধিক মানুষ। ইতিমধ্যে সিনেমাটি ব্যান করার জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি পর্যন্ত পাঠিয়েছেন ভারতের ধর্ম-প্রেমী মানুষেরা। তবে কি কারনে ‘আদিপুরুষ’ সিনেমা নিয়ে এতো হাঙ্গামা হচ্ছে? চলুন আজকের নিবন্ধে আমরা আপনাদের পুরো তথ্য জানিয়ে দেই-

Advertisements

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা গুলির মধ্যে ‘আদিপুরুষ’ অন্যতম। তবে সিনেমাটিতে শ্রী রামচন্দ্রের ভূমিকা অভিনয় করা প্রভাসের কস্টিং দেখে রীতিমতো অগ্নিগর্ভের সৃষ্টি করেছেন ভারতের সাধারণ মানুষরা। শুধুমাত্র শ্রী রামচন্দ্রের কস্টিং নয়, মা- সীতা দেবী, ভাই- লক্ষ্মণ ছাড়াও ধর্মজ্ঞানী রাবণের কাস্টিংও তাদের হতভাগ করেছে। তাছাড়া সিনেমাটির ভিএফএক্স দেখে সোশ্যাল মিডিয়ায় ক্রমগত ট্রোল করছেন নেটিজেনরা। ধর্মপ্রেমী মানুষেরা বলছেন, রামায়ণের অসম্মান করতে তৈরি করা হয়েছে বলিউডের এই সিনেমাটি।

Advertisements

 

View this post on Instagram

 

A post shared by SK MD ABU SAHID (@sahixd)

তবে সম্প্রতি কয়েকটি ছবি রীতিমতো ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রামে। যেখানে এক নেট ব্যবহারকারী প্রভু শ্রী রাম এবং বাকি সমস্ত চরিত্র গুলির চেহারা ভিএফএক্স করে শেয়ার করেছেন। যেখানে প্রভু শ্রী রামকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে বলে মনে করছেন নেটিজেনদের একাংশ। পাশাপাশি সীতা, লক্ষ্মণ, রাবণ এবং হনুমানজির প্রতিকৃতিও শেয়ার করেছেন ওই ইন্টারনেট ব্যবহারকারী। আমরা আপনাদের জানিয়ে রাখি, এই ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন sahixd নামের এক একাউন্ট থেকে। ছবিগুলি দেখার পর অনেকেই কমেন্ট করছেন,”যদি আপনি আদিপুরুষে ভিএফএক্স করার দায়িত্ব নিতেন, তবে নিঃসন্দেহে সিনেমাটি সুপারহিট হতো।”

Advertisements