৪৯ বছর বয়সী বলিউড অভিনেতা হৃত্বিক রোশন এই মুহূর্তে নিজের পুত্রদের জন্য সংবাদ শিরোনামে রয়েছেন। এমনিতেই অর্ধশত বছর বয়সে এসেও দুর্দান্ত ফিটনেস এবং ড্যাশিং লুকিংয়ের জন্য নেটিজেনদের দ্বারা আলোচনায় থাকেন তিনি। তবে এবার তিনি তার দুই পুত্র রিদান রোশান এবং রেহান রোশানের জন্য শিরোনামে উঠে এসেছেন।
বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান সম্প্রতি তার দুই ছেলের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে হৃত্বিক রোশনের বড় ছেলে রিদানের বয়স ১৬ বছর এবং ছোট ছেলে রেহানের বয়স ১৪ বছর। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, ঋত্বিক রোশনের দুই ছেলেই সুদর্শন এবং বাবার মতই লম্বা।
সম্প্রতি সুজান খান তার জন্মদিনে দুই ছেলের ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম পেজে। যেখানে রেহানকে সাদা টি-শার্ট এবং কালো প্যান্টে এবং রিদানকে কালো টি-শার্ট এবং কালো জিন্সে দেখা গেছে। মা-ছেলের এই ছবিটি রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দুই ছেলে এবং সুজান খানকে একত্রে দেখে তাদের প্রশংসায় ভেসেছেন নেটিজেনদের একাংশ।
ইতিপূর্বেও বিভিন্ন সময় দেখা গেছে, সিনেমার শুটিং হোক কিংবা ছুটি কাটানো, দুই ছেলেকে সঙ্গে নিয়ে ঘুরছেন ঋত্বিক রোশন। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, প্রায় বাবার হৃত্বিক রোশনের মত লম্বা হয়ে উঠেছে তার দুই পুত্র। নেট প্রেমীদের এক অংশ মনে করছেন, খুব শীঘ্রই হৃত্বিক রোশনের দুই ছেলে বলিউডে নিজেদের পদক্ষেপ রাখতে চলেছে।