যদি ২০০০ সালের দিকে বলিউডের জনপ্রিয় নায়িকাদের একটি তালিকা তৈরি করা হয়, তবে সেই তালিকায় সম্ভবত শীর্ষস্থানে নাম থাকবে জুহি চাওলার। সেই সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন জুহি চাওলা। লাবণ্যময়ী এই নায়িকাকে নিয়ে স্বপ্নের সাগরে ভাসেনি এমন যুবকের সংখ্যা ছিল হয়তো হাতে গোনা কয়েকজন। তবে তাদের হৃদয় ভেঙে ভারতীয় ব্যাবসায়ী জয় মেহতাকে বিয়ে করেছিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।
বিয়ের পর ধারাবাহিকভাবে অভিনয় জগতে নিজেকে বিলিয়ে না দিলেও সর্বদা নিজের কর্মকাণ্ডের জন্য থেকে গেছেন টাইমলাইনে। ভারতীয় এই অভিনেত্রী বর্তমানে দুই সন্তানের জন্মদাত্রী। জাহ্নবী মেহতা এবং অর্জুন মেহতা নামে দুটি সন্তান রয়েছে জুহি চাওলার।
বর্তমানে বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী নিজের কন্যার কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন। আসলে জুহি চাওলার একমাত্র কন্যা জাহ্নবীর কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর ভাইরাল হওয়া সেই ছবিগুলোর জন্য বর্তমানে নেট পাড়ায় বেশ আলোচিত হচ্ছেন জুহি চাওলা।
আসলে এর পেছনে অন্যতম কারণ হলো, জুহি চাওলার মেয়ে সৌন্দর্যে অনেকটা তাকেই পেছনে ফেলেছে। জাহ্নবী মেহতার ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তার সৌন্দর্য মুগ্ধ হয়েছেন অগণিত তরুণ। এমনকি তাকে নিয়ে রীতিমতো স্বপ্ন দেখা শুরু করেছেন তারা।
তবে সৌন্দর্যে জাহ্নবী মেহতা নিজের মাকে পেছনে ফেললেও অভিনয় জগতে নিজের ক্যারিয়ার গড়তে চান না তিনি। জুহি চাওলা জানিয়েছেন, তার মেয়ে খেলাধুলা করতে বেশি পছন্দ করে। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন বই পড়ার প্রতি আগ্রহ রয়েছে তার। ভবিষ্যতে একজন লেখক হিসেবে নাম করতে চায় তার মেয়ে। তবে নেট প্রেমীদের এক অংশ মনে করছেন, খুব শীঘ্রই বলিউডে দ্বিতীয় জুহি চাওলার আগমন হতে চলেছে।