বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাঠান’ নিয়ে এখনো সমালোচনা তুঙ্গে। গত মাসের ২৬ তারিখে একাধিক ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের নতুন এই সিনেমাটি। যদিও মুক্তির আগে থেকে একটি গানের জন্য সমালোচনায় এসেছিল সিনেমাটি। তবে সমস্ত আলোচনার সমাপ্তি ঘটিয়ে বর্তমানে কোটি কোটি টাকার ব্যবসা করছে ‘পাঠান’। তাছাড়া, তরুণ প্রজন্মের সিনেমা প্রেমীরা অত্যন্ত উৎসাহের সাথে সিনেমা হলে গিয়ে উপভোগ করছে শাহরুখের কাম ব্যাক। আপনাদের জানিয়ে রাখি, খুব শীঘ্রই ৫০০ কোটি টাকার গণ্ডিতে প্রবেশ করতে চলেছে বহুল সমালোচিত এই সিনেমাটি।
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে একজন মেকআপ আর্টিস্টকে মুহূর্তের মধ্যে শাহরুখ খান হয়ে যেতে দেখা গেছে। দীক্ষিতা জিন্দাল নামে ওই মেকআপ আর্টিস্ট একজন কানাডার প্রবাসী। তিনি সম্প্রতি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে ব্যাকগ্রাউন্ডে বলিউডের ‘পাঠান’ সিনেমার জনপ্রিয় গান “ঝুমে জো পাঠান” -এর তালে তালে নিজেকে মুহূর্তের মধ্যে শাহরুখ খানে বদলে যাওয়ার প্রক্রিয়া দেখিয়েছেন। কয়েক সেকেন্ডের এই ভিডিওটি দেখে রীতিমত হতবাক হয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram
আমরা আপনাদের জানিয়ে রাখি, দীক্ষিতা জিন্দাল নামের ওই মেকআপ আর্টিস্ট সপ্তাহখানেক পূর্বে নিজের ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেন। আর তারপর থেকে ভিডিওটি এখনো পর্যন্ত ১.৩০ কোটি বার দেখা হয়েছে। সাথে সাথে লাখো বার শেয়ার করা হয়েছে ভিডিওটি। পাশাপাশি মেয়েটির অত্যাশ্চর্য এই প্রতিভায় মুগ্ধ হয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট প্রেমীরা। জানলে অবাক হবেন, দীক্ষিতা জিন্দাল শুধুমাত্র মেকআপ করে শাহরুখ খানে রূপান্তরিত হন না, ইতিপূর্বে তিনি ডঃ আম্বেদকর কিংবা অমিতাভ বচ্চনের লুক নিয়ে ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।