বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ নিয়ে রীতিমতো হইচই পড়েছে সিনেমা প্রেমীদের মধ্যে। শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রায় ১৫ দিন আগে। তবে আয়ের নিরিখে প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়েছে বলিউডের এই ছবিটি। শুধুমাত্র ভারতবর্ষে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাড়া জাগিয়েছে এই সিনেমাটি। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে গুনে গুনে পার হয়েছে ১৮টি দিন। জানলে অবাক হবেন, দিনশেষে রেকর্ড সংখ্যক টাকা উপার্জন করেছে বহু সমালোচিত পাঠান সিনেমা।
আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিক পরিসংখ্যান অনুসারে পাঠান সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার তার ১৮তম দিনে মোট ১০.৮৫ কোটি রুপি আয় করেছে। ভারতেই সব ভাষা মিলিয়ে ১৮তম দিনে এটাই পাঠান ছবির মোট উপার্জন। জানলে অবাক হবেন, শুধুমাত্র হিন্দিতে পাঠান ছবিটির এখনো পর্যন্ত মোট আয় করেছে ৪৭৫.৫৫ কোটি রুপি। আর সেই সাথে হিন্দি সিনেমা জগতের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ছবি হয়েছে পাঠান। যেখানে ভারতে এই ছবিটি সব ভাষায় মোট প্রায় ৫৭২ কোটি রুপি আয় করেছে।
#Pathaan #Pathan #ShahRukhKhan #PathaanCollection #ShahRukh @iamsrk
1st Week: 364.15 cr (351 cr in Hindi)
2nd Week: 94.75 cr (91.50 cr Hindi)
3rd Week
Friday: 5.90 cr Nett
Saturday: 10.75 cr Nett
Domestic Nett:458.25 cr Hindi
475.55 cr(16.40 cr south)
Domestic Gross 572 cr https://t.co/5nmC9rwyKY— Box Office Worldwide (@BOWorldwide) February 11, 2023
পাঠান ছবিটি মুক্তি পাওয়ার পর তৃতীয় শুক্রবার অর্থাৎ ১৭ তম দিনে ৫.৯০ কোটি রুপি আয় করেছিল। সেখানে একদিন পরে অর্থাৎ শনিবার ছবিটি দিগুন টাকা উপার্জন করতে সক্ষম হয়েছে। আমরা আপনাকে জানিয়ে রাখি, পাঠান ছবিটি প্রেক্ষাগৃহে ২৫শে জানুয়ারী মুক্তি পেয়েছিল। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। পাঠান সিনেমাটি প্রস্তুত করতে উচু পর্যায়ের গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়েছে সিনেমা নির্মাণ কোম্পানি তরফ থেকে। সিনেমাটিতে দীপিকা-শাহরুখের কেমিস্ট্রি বেশ পছন্দ হয়েছে নেটপ্রেমীদের। পাশাপাশি জন আব্রাহামের দুর্দান্ত একশন রীতিমতো মন কেড়ে নিয়েছে সিনেমা প্রেমীদের।