৭০-র দশকে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী রেখা এই মুহূর্তে ব্যক্তিগত কারণে সোশ্যাল মিডিয়ার শিরোনামে রয়েছেন। এ কথা কারোর অজানা নয় যে, এই অভিনেত্রী বলিউডে একাধিক হিট সিনেমা দিয়েছেন। মুখে বয়সের ছাপ স্পষ্ট হলেও আজকের দিনেও রেখার আকর্ষণ অব্যাহত রয়েছে সিনেমা প্রেমীদের কাছে। বলতে গেলে, তার মোহনীয় রূপে আজও মৃত্যুকে বরণ করে নিতে রাজি হাজার হাজার তরুণ। জনপ্রিয় এই অভিনেত্রীর জীবনে রয়েছে একাধিক ট্রাজেডি। আজ আমরা এই নিবন্ধে আপনাদের সেই কাহিনী জানাতে চলেছি-
বলিউডের বড় মাপের এই অভিনেত্রী জীবনে কখনোই ধারাবাহিকভাবে সুখ উপভোগ করতে পারেননি। ইন্ডাস্ট্রিয়ালিস্ট মুকেশ আগারওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে হওয়ার পর খুব শীঘ্রই স্বামী বিয়োগ হয় তার। জানা যায়, তার স্বামী আত্মহত্যা করেছিলেন। তাছাড়া সেই সময় বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছিল, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের প্রেমে হাবুডুবু খেতেন রেখা। যদিও তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি তথ্য প্রকাশ্যে আসেনি।
আজ আমরা আপনাদের রেখার জীবনের যে ঘটনাটি জানাতে চলেছি, সেই ঘটনার সূত্রপাত ঘটেছিল ‘আস্থা’ নামক চলচ্চিত্রের শুটিং মঞ্চে। সিনেমায় জনপ্রিয় অভিনেতা ওম পুরির সঙ্গে একটি সাহসী দৃশ্যের অভিনয় করার কথা ছিল রেখার। ওম পুরির স্ত্রী হিসেবে রেখার সেই অন্তরঙ্গ শুটিং নিয়ে বেশ জনপ্রিয় তথ্য প্রকাশ্যে এসেছিল।
একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, ওম পুরির সঙ্গে রেখার ওই দৃশ্যের শুটিংটি একটি চেয়ারে বসে করার কথা ছিল। তবে শুটিং চলাকালীন তারা এমনই উত্তেজিত হয়ে উঠেছিলেন যে, চেয়ার ভাঙ্গার উপক্রম হয়েছিল। দুজন এতটাই অন্তরঙ্গ হয়ে গিয়েছিলেন যে, দৃশ্যটি বাস্তব বলে ধরে নিয়েছিলেন সিনেমা প্রেমীরা। অন্তরঙ্গ মুহূর্তের এই শিহরণ জাগানো কয়েক সেকেন্ডের ভিডিওটি সেই সময় বেশ ভাইরাল হয়েছিল।