বিয়ের মেহেন্দি এখনো লেগে রয়েছে হাতে। নতুন বউকে ছেড়ে কর্মক্ষেত্রে ফিরলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। আপনাদের জানিয়ে রাখি, ৭ই ফেব্রুয়ারি বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে বিয়ে করেছেন সিদ্ধার্থ। বন্ধু-বান্ধব এবং পরিবারের সমস্ত সদস্যের উপস্থিতিতে জয়সালমেরের সূর্য গড় প্রাসাদে বলিউড অভিনেত্রীর সাথে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধান্ত মালহোত্রা। আর জমজমাটি বিয়ের কারণে বিগত বেশ কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে রয়েছে বলিউডের এই জুটি।
জয়সালমেরে বিয়ের আসর বসলেও দিল্লি এবং মুম্বাইতে তারকা খচিত রিসেপশনের আয়োজন করে টাইম লাইনে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। এবার সেই সমস্ত কর্মসূচি শেষ হতেই পুরনো ছন্দে নেমে পড়েছেন নিজের কাজে। এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আসন্ন সিনেমা ‘যোদ্ধা’-র দলের সাথে সময় কাটাচ্ছেন সিদ্ধার্থ।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে বরাবরের মতোই সুদর্শন লাগছিল বলিউড অভিনেতাকে। টিমের মধ্যে বারবার তার চেহারা আকর্ষণ করছে নেটপ্রেমীদের। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, হালকা নীল ডেনিম শার্টের সঙ্গে সাদা স্নিকার্স এবং কালো সানগ্লাস পরেছেন। যখন তিনি ছবি তোলার সময় পোজ দিচ্ছিলেন তখন পাপারাৎজি বলেন,’বিয়ের পর আজ দেখা করছেন।’ এই প্রশ্নের জবাব হালকা একটি হাসি দেন সিদ্ধার্থ।
এদিকে নতুন ছবির জন্য কাজে ফিরলেও অন্য একটি কারণে সংবাদমাধ্যমের আলোচনায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, করন জোহরের ধর্ম প্রোডাকশনের সঙ্গে নাকি তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। তবে গণমাধ্যমের এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়েছেন সিদ্ধার্থ। পাশাপাশি করণ জোহরের এক ঘনিষ্ঠ মহল থেকেও বিষয়টি গুজব বলে জানানো হয়েছে। দাবি করা হয়েছে, সিদ্ধার্থ-কিয়ার করন জোহরের এতো ঘনিষ্ঠ যে, তাদের চুক্তি করার প্রয়োজন নেই।