আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাটের বিপক্ষে মাঠে নামবে চারবারের শিরোপা জয়ী দল চেন্নাই সুপার কিংস। শক্তিশালী গুজরাটের নেতৃত্বে থাকবেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং যথারীতি চেন্নাইয়ের লাগাম থাকবে পৃথিবীর অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে। আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে ইতিমধ্যে উত্তেজনার জোয়ার উঠেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
তবে তার আগে নেট মাধ্যমে একটি ছবি রীতিমতো ভাইরাল হচ্ছে। ছবিটি আর কারোর নয় বরং বলিউডের অতি পরিচিত মুখ উরফি জাভেদের। নগ্নতাই যার প্রধান অস্ত্র সেই উরফি এবার সবাইকে চমকে দিয়ে নির্বাচন করলেন নিজের পোশাক। আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে উরফি জাভেদের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। যেখানে কোন সময় তাকে পূর্ণাঙ্গ পোশাকে দেখা যায়নি। কখনো পলিথিন কিংবা কখনো ব্লেড, পাশাপাশি কিউই-র পোশাকও পরতে দেখা গেছে তাকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার অতি পরিচিত মুখ উরফি জাভেদের যে ছবিটি ভাইরাল হচ্ছে, সেটিতে তাকে সবুজ নাইলনের দড়ি পরতে দেখা গেছে। ঠিক যেমন ক্রিকেটাররা প্রাকটিসের সময় যে ধরনের নেট ব্যবহার করেন, সেই ধরনের নেট গায়ে জড়িয়ে ফটোশুট করেছেন তিনি। শুধু এখানেই শেষ নয়, উরফি জাভেদ ছবিটি শেয়ার করার সময় ইনস্টায় লিখেছেন, ‘করিনা বলেছে ও আমার আত্মবিশ্বাস পছন্দ করে। আমার জীবন সম্পূর্ণ। কেউ তো আমাকে একটু চিমটি কাট!’