Rapido: শুধুমাত্র বাইক ভাড়া দিয়েই দিনে কামান 1200 টাকা! জানুন বিস্তারিত

দেশের প্রগতির সাথে সাথে দৈনন্দিন জীবনে বৃদ্ধি পাচ্ছে উপার্জনের রাস্তা। মানুষের কাছে একের পর এক অফার তুলে দিচ্ছে বিভিন্ন কোম্পানি। আজ আমরা আপনাদের সামনে ঠিক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

দেশের প্রগতির সাথে সাথে দৈনন্দিন জীবনে বৃদ্ধি পাচ্ছে উপার্জনের রাস্তা। মানুষের কাছে একের পর এক অফার তুলে দিচ্ছে বিভিন্ন কোম্পানি। আজ আমরা আপনাদের সামনে ঠিক তেমনি একটি অফার তুলে ধরতে চলেছি। যেটি আপনার কষ্টসাধ্য জীবনকে সহজ এবং সরল করে তুলবে। খুলে দেবে আপনার জন্য নতুন উপার্জনের রাস্তা। আর দুর্দান্ত এই অফারটি গ্রহণ করতে হলে আপনার কাছে থাকতে হবে একটি বাইক। যেটি ব্যবহার করে আপনি দিনে 1200 টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন।

Advertisements

ভারতের মেগাসিটিতে ট্রাফিক জ্যামের কথা কারোর অজানা নয়। আর সাধারণ মানুষদের ট্রাফিক জ্যামের কষ্ট থেকে মুক্তি দিতে বিশেষ উপায় বের করেছে Rapido। বাইকের মাধ্যমে খুব সহজেই যাত্রীদের পরিষেবা দিয়ে শহরকে আরও গতিময় করে তুলেছে এই কোম্পানিটি। যদি আপনি একজন বাইক চালক হয়ে থাকেন, অথবা বাইকের মালিক হয়ে থাকেন তবে খুব সহজেই হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন আপনিও।

Advertisements

যদি আপনি বাইক ড্রাইভ করে অর্থ উপার্জন করতে চান তবে আপনাকে কোম্পানির দেওয়া কিছু শর্ত মেনে চলতে হবে। প্রথমত, আপনার গাড়িটির বয়স 2009 সালের আগে হতে হবে। আপনার কাছে অবশ্যই থাকতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ইনস্যুরেন্স। সাথে রাখতে হবে দুটি হেলমেট। এছাড়া নিজের পরিচয় পত্র হিসেবে প্যান কার্ড অথবা আধার কার্ড রাখতে হবে নিজের কাছে। তবেই আপনি একজন Rapido চালক হিসেবে কাজ করতে পারবেন।

পাশাপাশি যদি আপনি আপনার বাইকটি ভাড়া দিয়ে অর্থ উপার্জন করতে চান, সেক্ষেত্রেও কোম্পানির তরফ থেকে দুর্দান্ত অফার দেওয়া হয়েছে আপনার জন্য। আপনি কাগজপত্র সহ আপনার বাইকটি Rapido কে দিয়ে দিলেই আপনার কাজ সমাপ্ত। গাড়িটিতে থাকা GPS ট্রাকিংয়ের মাধ্যমে আপনি আপনার গাড়ির লোকেশন দেখতে পাবেন। পাশাপাশি যেটুকু পেট্রোল দিয়ে আপনি আপনার গাড়ি ভাড়া দেবেন, সেই পেট্রোল সমেত গাড়িটিকে আপনার হাতে তুলে দেবে Rapido। আপনি যদি এই পদ্ধতি অনুসরণ করেন, তবে প্রতিদিন 400 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন আপনি।

Advertisements