কিছু জিনিসের ওপর প্রতিযোগিতা খুব বেশি। বাজারে চাহিদা থাকলেও প্রতিযোগিতার কারণে সবার পক্ষ টিকে থাকা সম্ভব হয় না। ফলে অচিরে গুটিয়ে ফেলতে হয় ব্যবসা। এই অবস্থায় অনেকে এমন ব্যবসার সন্ধানে থাকেন যেখানে প্রতিযোগিতা কম। অথচ বাজারে চাহিদা রয়েছে। একটা জিনিষ মাথায় রাখা দরকার, ইনোভেটিভ বিজনেস করলে সেই জিনিসেরই ব্যবসা করা উচিৎ যেটায় মানুষের সমস্যায় রয়েছে। মানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানের জন্য অভিনব কোনো ব্যবসা। কী সেটা?
বড় বড় ব্যাটারি যেমন বাড়ির ইনভার্টার চার্জ করার ব্যবসা সম্পর্কে ভেবে দেখেছেন কখনও? এই কনসেপ্ট বিদেশে নতুন নয়। কিন্তু আমাদের দেশে এই বিজনেসের চল খুবই কম। অথচ মানুষের মধ্যে কিছু চাহিদা রয়েছে। একটা মাত্র মেশিন কিনেও আপনিও ব্যবসা শুরু করে দিতে পারেন। দিনে প্রায় ১২ হাজার টাকা উপার্জন করতে পারবেন। বা তার বেশিও উপার্জন করতে পারবেন আপনি।
ব্যাটারির দরকার বিভিন্ন কাজে হয়ে থাকে। বাড়িতে, স্কুলে, হাসপাতালে, হোটেলে যেমন ইনভার্টার থাকে তেমনই গাড়িতেও ইনভার্টার থাকে। ব্যাটারি ব্যবহার করতে করতে এক সময় তার ধারণ ক্ষমতা লোপ পেতে শুরু করে। তখন আবার নতুন ব্যাটারি কিনতে হয়। মোটামুটি ১০ হাজার টাকার ধাক্কা। এই সমস্যার সমাধান করা যাবে একটি মেশিনের সাহায্যে।

বিদেশি এই প্রযুক্তি অনেক দিন ধরে আছে। ভারতে এসেছে সম্প্রতি। পুরনো ব্যাটারিকে একেবারে নতুন মতো করে দেয় এই মেশিন। এক দুই বছরের ওয়ারেন্টি দিয়ে দিতে পারবেন হেসে খেলে। নতুন ব্যাটারি কিনতে ১০ হাজার টাকা খরচ হয়ে থাকে, সেখানে পুরনো ব্যাটারিকে নতুন করতে খরচ হবে মাত্র ৩ হাজার টাকা। সাধারণ মানুষের সাত হাজার টাকা বাঁচবে আপনার ব্যবসার সাহায্যে। সেই সঙ্গে আপনার পকেটেও ঢুকতে থাকবে টাকা।







