টাকা কামাতে কে না চায়। সে লেখাপড়া করুক বা না করুক, অর্থ উপার্জন না করলে এখনকার জীবন অচল। বাবা মায়ের ভরসায় তো আর আজীবন থাকা যায় না। তাই কিছু একটা ব্যবস্থা করতেই হয় নিজের জন্য। এই পরিস্থিতিতে সবার পক্ষে চাকরি খুঁজে পাওয়া মুশকিল। আর চাকরি খুঁজে পেলেও সেই চাকরি টিকিয়ে রাখা মস্ত বড় কাজ। সে জন্য অনেকে ভাবেন ব্যবসার কথা।
নিজের ব্যবসা শুরু করে অনেকে মোটা অংকের লাভ করছেন প্রতি মাসে। অনেকেরই পুঁজির সমস্যা থাকে। কিন্তু সব ব্যবসায় তো আর বেশি পুঁজি দরকার পড়ে না। আজ আপনাকে যে ব্যবসার কথা বলবো সেটাই দরকার পর নামমাত্র পুঁজির। মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ করে শুরু করে দিতে পারেন নিজের স্টার্ট আপ বিজনেস। একটা ছোটো টেবিলের ওপর মেশিন বসিয়ে কাজ শুরু করে দিতে পারেন। কোন ব্যবসার কথা আমরা বলছি?
এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কেবল তৈরির বিজনেসের ব্যাপারে। একটা মাত্র মেশিন কিনে এই কাজ শুরু করা যেতে পারে। মেশিনের দাম পড়বে ১০ হাজার টাকা থেকে আনুমানিক ১৫ হাজার টাকা। ব্যবসা দাঁড়িয়ে যাওয়ার পরে নিজের আলাদা কারখানা খুলতে পারবেন, তৈরি করতে পারবেন নিজের কোম্পানি। আর এই ব্যবসায় লাভ প্রচুর। খাটনি খুব একটা নয়। বসে বসে কাজ করা যেতে পারে।
প্লাস্টিক থেকে কেবল তৈরি করতে খরচ হয়ে থাকে আনুমানিক ২০ টাকা। এই ২০ টাকার মাল বাজারে বিক্রি হয় ১৫০ থেকে ২০০ টাকায়। কেউ যদি দিনে ৮ থেকে ৯ ঘণ্টা কাজ করতে পারেন তাহলে প্রতি দিন ১৫ হাজার টাকার মতো আয় করতে পারবেন। এবার হিসেবে করে নিন একদিন ১৫ হাজার টাকা আয় হলে ৩০ দিনে কতো আয় হবে আপনার।