একটা চাকরি পাওয়ার জন্য অনেকেই হাপিত্যেশ করে বসে থাকেন। আবার চাকরি পেলেও যে সুখের সময় কাটবে এমনটা নয়। তাই চাকরির দিক থেকে অনেকেই মুখ ঘোরাচ্ছেন। টাকা তো উপার্জন করা দরকার। বাড়ির বেকার ছেলেমেয়েদের ওপর কী পরিমাণ চাপ থাকে সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে উপায় একটাই, সেটা হল বিনিয়োগ করা।
ব্যবসা করে ভালো রোজকার করা সম্ভব। বাজেট কম হলেও চিন্তা নেই। অল্প কিছু শুরুর দিকে খরচ করে শুরু করা যেতে পারে ব্যবসা। ক্রমে সেই ব্যবসা থেকে পেয়ে যাবেন ভালো অর্থ লাভের পথ। কোন ব্যবসা করবেন? সেই কথা আলোচনা করা হল এই প্রতিবেদনে। ব্যবসা ঠিক করে চালাতে পারলে প্রতি মাসে কম করে ১,০০০ টাকা করে আয় করা সম্ভব। এবার নিজেই হিসেবে করে নিন এই ধারা বজায় থাকলে কেমন উপার্জন হতে পারে আপনার।
কথা বলছি আটা পেষাই করা চাকি বা মিল সম্পর্কে। সাধ্যের মধ্যে থাকা বাজেটের মধ্যে এই ব্যবসা শুরু করা যেতে পারে। নিজের চেনা এলাকার মধ্যেই শুরু করা যেতে পারে এই ব্যবসা। পরে আরও বিনিয়োগ করলে করতে পারেন, ব্যবসা আরও বাড়বে। এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে একটি ভাল মানের ময়দা মিল মেশিন কিনতে হবে। এটা সহজেই বাজারে কিনতে পাওয়া যায়।
প্রাথমিকভাবে মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করতে পারেন। কীরকম ময়দা মিল কিনতে চাইছেন সেটার ওপর প্রাথমিক খরচা অনেকটা নির্ভর করে। এই ব্যবসায় সাফল্য পেয়ে আপনি সহজেই ঘরে বসেই প্রতিদিন এক হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। এই ব্যবসা বাজারে বা আপনার বাড়িতে শুরু করতে পারেন। ভাল মানের ময়দা এবং গ্রাহকদের ভালো পরিষেবা দিলে আরো ভালো ফল লাভ করতে পারেন। এমনও দিন যেতে পারে যখন দৈনিক আয় হতে পারে এক হাজার টাকার বেশি।