খুব সহজে দৈনিক আয় করুন ১০০০ টাকা, পকেটে ২ হাজার টাকা থাকলেই শুরু করতে পারবেন ব্যবসা

ব্যবসা কতরকম হতে পারে সেটা কল্পনাও করতে পারবেন না। ব্যবসা বললেই প্রথমে মনে হতে পারে প্রচুর টাকা দরকার। বড় পুঁজি না থাকলে ব্যবসা শুরু করা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ব্যবসা কতরকম হতে পারে সেটা কল্পনাও করতে পারবেন না। ব্যবসা বললেই প্রথমে মনে হতে পারে প্রচুর টাকা দরকার। বড় পুঁজি না থাকলে ব্যবসা শুরু করা যায় না এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। কিন্তু সেটা ঠিক না। ছোটখাটো ব্যবসা শুরু করার জন্য বেশি টাকা লাগে না। দরকার হয় উপস্থিত বুদ্ধির। উপস্থিত বুদ্ধির জোরে আপনি মাসে আয় করতে পারবেন ৩০ হাজার টাকা। তার বেশিও হতে পারে।

Advertisements

আজ আমরা এমন একটা Business Idea সম্পর্কে আলোচনা করতে চলেছি যেটা যে কোনো ব্যক্তি করতে পারবেন। দূর কোনো গ্রামে থাকা মানুষ, যার কাছে নামমাত্র টাকা রয়েছে সেও এই ব্যবসা শুরু করতে হবে। একটা মাত্র মেশিন দরকার ব্যবসা শুরু করার জন্য। আর দরকার মাত্র ২ হাজার টাকা। পকেটে দু হাজার টাকা থাকলেই শুরু করে দিতে পারবেন ব্যবসা।

Advertisements

আমরা আলোচনা করছি বেলুন ফোলানোর ব্যবসার কথা। মুখ দিয়ে ফোলানো বেলুন নয়, মেশিনের সাহায্য ফোলানো বেলুন। এমন ব্যবসার কথা শুনে অনেকেই হয়তো ভাবছেন যে এ আবার কেমন বিজনেস। লাভের অঙ্ক শুনলে মনে আর এই প্রশ্ন জাগবে না। বেলুন ফোলানোর জন্য যদি সেকেন্ড হ্যান্ড মেশিন কেনেন তাহলে দেড় হাজার টাকার মতো পড়বে। এরপর মেশিন নিয়ে ভালো জায়গা দেখে ব্যবসা শুরু করে দিতে পারবেন।

balloon Pump machine

বিভিন্ন দামের বেলুন বিক্রি করতে পারবেন এই মেশিনের সাহায্যে। ৫০ টাকা, ১০০ টাকা, ১৫০ টাকা দামের বেলুন ফুলিয়ে বিক্রি করতে পারবেন। ৫০ টাকার বেলুন ফুলিয়ে আয় হতে পারে ২০ থেকে ৩০ টাকা, ১০০ টাকার বেলুন বিক্রি করে আয় হতে পারে ৫০ টাকা থেকে ৬০ টাকা, ১৫০ টাকার বেলুন বিক্রি করে লাভ হতে পারে ৭০ টাকা থেকে ৮০ টাকা। মেশিন নিয়ে যত ভালো জায়গায় বসবেন লাভ হবে তত বেশি। এবার নিজেই হিসেবে করে নিন মাস গেলে কতো টাকা ঢুকবে আপনার পকেটে।

Advertisements