অনেক রকমের ব্যবসা হয়। ব্যবসা করার ধরণ হয় ভিন্ন। ব্যবসা করতে যেমন পুঁজির দরকার হয় তেমনই দরকার হয় বুদ্ধির। আর এই বুদ্ধির জোরে প্রাথমিকভাবে কোনো টাকা খরচ না করেই নিজের ব্যবসা শুরু করে দিতে পারবেন আপনি। উপার্জন খুব ভালো হবে। কারণ এই জিনিসের চাহিদা এখন ভারতীয় বাজারে খুব বেশি। আগামী দিনেও এর চাহিদা থাকবে বলে আশা করা যায়।
আমরা বলছি স্মার্ট ওয়াচ বিজনেসের কথা। এখন সবার হাতে হাতে রয়েছে স্মার্ট ওয়াচ। লোকে স্টাইলের জন্য এই ঘড়ি এখন ব্যাপকভাবে ব্যবহার করছে। যেহেতু স্মার্টওয়াচ আকারে ছোটো হয় তাই এর ডেলিভারি করা হয় অনেক সহজ। অনলাইন ব্যবসায় এর গ্রোথ এখন খুব ভালো জায়গায় রয়েছে।
ইনভেস্টমেন্ট ছাড়া কী করে ব্যবসা করবেন?
হোল সেলারের মাধ্যমে ব্যবসা করুন। আপনাকে শুধু মার্কেটিং দেখতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে হয়ে স্মার্টওয়াচ বিক্রি করবেন তার ছবি দিয়ে বিজ্ঞাপন করতে শুরু করে দিন। হোলসেলারের কাছ থেকে কিছু স্যাম্পেল আনিয়ে ছবি তুলে বিজ্ঞাপনের কাজ শুরু করতে পারেন। এরপর যখন অর্ডার পেতে শুরু করবেন তখন সেটা হোলসেলার নিজেই প্যাকেজ করে ডেলিভারি করবে। প্যাকেজে কোনো কোম্পানির নাম লেখা থাকবে না। হোলসেলার যে টাকা আয় করবে সেখান থেকে একটা পার্সেন্টেজ দেওয়া হবে আপনাকে। এইভাবে কোনো বিনিয়োগ ছাড়াই আপনি উপার্জন করা শুরু করতে পারেন। হাতে টাকা চলে আসার পর আপনি তখন নিজের আলাদা কোম্পানি খুলে নিতে পারবেন।