যদি ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকা তৈরি করা হয়, তবে সেই তালিকায় নিঃসন্দেহে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির নাম। ক্রিকেটের তিন ফরম্যাটে তার ব্যাট থেকে সৃষ্টি হয়েছে অগণিত রেকর্ড। তবে বিগত তিন বছর (২০২২ এশিয়া কাপের আগে পর্যন্ত) ধরে ধারাবাহিক পারফরমেন্সের বাইরে রয়েছেন বিরাট কোহলি। বর্তমানে স্বমহিমায় ফের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন রান মেশিন। কয়েক দিনের ব্যবধানে ক্রিকেটের তিন ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে শত রানের ইনিংস।
তবে বর্তমানে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি সংবাদ শিরোনামের টাইমলাইনে রয়েছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। নাম না জানা একটি স্কুলের নবম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্রের ছবি সম্প্রতি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কারন সেখানে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির একটি ছবি ছাপানো হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্রে লেখা হয়েছে, ‘নিচের থাকা ব্যক্তির ছবিটি সম্পর্কে ১০০-১২০ শব্দের একটি প্রবন্ধ রচনা করো।’
এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, প্রশ্নপত্রে বিরাট কোহলির যে ছবিটি ভাইরাল হচ্ছে সেটি আসলে ২০২২ সালের একটি ছবি। দীর্ঘদিন পারফরমেন্সের বাইরে থাকার পর ২০২২ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম শত রান করার আনন্দ ব্যাট উঁচিয়ে সমর্থকদের সাথে ভাগ করে নিয়েছিলেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটারের সেই ছবিটি ছাপা হয়েছে প্রশ্নপত্রে।
A question for the English exam of 9th Standard.
Showing the picture from the hundred of Virat Kohli against Afghanistan in the Asia Cup. pic.twitter.com/j2bhv6p1pu
— Johns. (@CricCrazyJohns) March 25, 2023
এদিকে বিরাট কোহলির ছবি প্রশ্নপত্রে ছাপা হতেই তা রীতিমতো ভাইরাল হয়েছে নেটিজেনদের দ্বারা। জানা গেছে, প্রশ্নপত্রে বিরাট কোহলির সম্পর্কে একটি নিবন্ধন লিখতে বলায় বেশ খুশি হয়েছে ওই স্কুলের পড়ুয়ারা।