বিশ্বকাপের দামামা বেজে গেছে। আর কয়েক প্রহর পরেই শুরু হবে ২০২৩ বিশ্বকাপের মেগা আসর। ৫ই অক্টোবর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ওডিআই বিশ্বকাপের মেগা আসর। ২০১১ সালের পর এবার ভারত দেশের মাটিতে বিশ্বকাপের আয়োজন করার সুযোগ পেয়েছে। ফলে উৎসবের মেজাজে সেজে উঠেছে পুরো ভারতবর্ষ। ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আসন্ন ওডিআই বিশ্বকাপ। তবে এরই মধ্যে ভারতীয় অধিনায়কের সাথে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা।
আজ্ঞে হ্যাঁ, বিভিন্ন সূত্রের প্রাপ্ত খবর অনুযায়ী জানা যাচ্ছে, চুরি হয়ে গেছে রোহিত শর্মার আইফোন। গত ২৭শে সেপ্টেম্বর অনুশীলন করতে গিয়ে নিজের iphone খুইয়েছেন ভারতীয় অধিনায়ক। যদিও এই বিষয়ে পুলিশের কাছে কোন রকম অভিযোগ দায়ের করেননি রোহিত শর্মা। জানা যাচ্ছে, বর্তমানে অন্দরমহলে ভারতীয় ক্রিকেটরা সহ স্টাফ কোচরা মিলে তল্লাশি চালাচ্ছেন। পুলিশ অভিযোগ না করে নিজেরাই iphone উদ্ধার করতে চাইছেন রোহিত শর্মারা।
আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামী ৮ই অক্টোবর শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত। তবে তার আগে দুটি অনুশীলন ম্যাচ খেলবে রোহিত শর্মারা। শুধুমাত্র টিম ইন্ডিয়া নয়, আজ থেকে শুরু হচ্ছে প্রত্যেকটি দলের জন্য দুটি অনুশীলন ম্যাচ। এক নজরে দেখে নিন, কবে কারা কাদের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলবে-
২৯শে সেপ্টেম্বর-
১. বাংলাদেশ বনাম শ্রীলংকা (গুয়াহাটি)
২. দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান (তিরুবনন্তপুরম)
৩. নিউজিল্যান্ড বনাম পাকিস্তান (হায়দ্রাবাদ)
৩০শে সেপ্টেম্বর-
১. ভারত বনাম ইংল্যান্ড (গুয়াহাটি)
২. অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস (তিরুবনন্তপুরম)
২রা অক্টোবর-
১. ইংল্যান্ড বনাম বাংলাদেশ (গুয়াহাটি)
২. নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (তিরুবনন্তপুরম)
৩রা অক্টোবর-
১. আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (গুয়াহাটি)
২. ভারত বনাম নিউজিল্যান্ড (তিরুবনন্তপুরম)
৩. পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (হায়দ্রাবাদ)