‘আদিপুরুষের’ VFX দেখে ক্ষোভে ফেটে পড়লেন অক্ষয় কুমার! করলেন সমালোচনার অগ্নিবর্ষা

ভারতীয় বলিউড ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বড়ো বাজেটের সিনেমা 'আদিপুরুষ' যে দেশের সমস্ত মানুষকে এক আসনে নিয়ে আসবে, তা হয়তো ভাবতেই পারেননি এর ডিরেক্টর থেকে শুরু…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতীয় বলিউড ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বড়ো বাজেটের সিনেমা ‘আদিপুরুষ’ যে দেশের সমস্ত মানুষকে এক আসনে নিয়ে আসবে, তা হয়তো ভাবতেই পারেননি এর ডিরেক্টর থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরাও। আমরা আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণী সিনেমার অন্যতম সেরা অভিনেতা প্রভাস, কীর্তি সেনা এবং সাইফ আলি খান অভিনীত ‘আদিপুরুষ’ 16 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। 600 কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন ওম রাউত।

Advertisements

তবে সিনেমাটির গল্প এবং VFX মানুষকে মোটেও আকর্ষণ করতে পারেনি। পুরুষোত্তম ভগবান শ্রী রামের চরিত্র যে ভাবে সিনেমাতে তুলে ধরা হয়েছে, তা দেখে রীতিমতো সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা। এমনকি সিনেমাটি ব্যান করারও দাবি জানিয়েছেন অনেকেই। নেট প্রেমীদের মতে, শ্রী রামচন্দ্রের জীবনী নিয়ে টেলিভিশন ইতিহাসে এতকাল যতগুলি রামায়ণ সম্প্রচার করা হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে নিম্নমানের সিনেমা ‘আদিপুরুষ’।

Advertisements

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার প্রথম দিনে প্রায় 86 কোটি টাকা উপার্জন করলেও ধীরে ধীরে মানুষ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। যার ফলে, বর্তমানে হল শূন্য ‘শো’ চালাতে হচ্ছে প্রেক্ষাগৃহের মালিকদের। তবে এতকিছুর পরেও বলিউডের কোন অভিনেতা সিনেমা ‘আদিপুরুষ’ নিয়ে এখনও পর্যন্ত কোনরকম প্রতিক্রিয়া জানাননি। একমাত্র অক্ষয় কুমার প্রকাশ্যে এসে ‘আদিপুরুষের’ চেয়েও ২০১১ শাহরুখ খান অভিনীত ‘রাবণ’ সিনেমার দুর্দান্ত VFX-এর প্রশংসা করেছেন।

এদিকে আদিপুরুষ দেখার পর থেকে নেট পাড়ায় জোরদার আলোচনা হচ্ছে ২০০৪ সালে শাহরুখ খান এবং গায়ত্রী জোশী অভিনীত ‘স্বদেশ’ ফিল্মে রামায়ণের সংক্ষিপ্ত দৃশ্য নিয়ে। দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, লোকেরা বলছে যে আশুতোষ গোয়ারিকারের ফিল্ম স্বদেশে রামায়ণের এই ক্লিপটি ওম রাউতের পুরো আদিপুরুষ ফিল্মের চেয়ে ভাল। যেখানে শাহরুখ খান ভগবান শ্রী রামের চরিত্রে অভিনয় করছেন এবং শত শত শ্রোতা সেই দৃশ্য উপভোগ করছেন।

Advertisements