Tooth Pari Teaser: প্রকাশ্যে এলো নতুন সিরিজ ‘দন্ত পরীর’ টিজার! ভয়ংকর ভ্যাম্পায়ারের গল্প নিয়ে আসতে চলেছেন শান্তনু মহেশ্বরী

'দন্ত পরী' নামে এক নতুন সিরিজে ফের মানুষের মন জয় করতে আসছেন শান্তনু মহেশ্বরী। আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে অভিনেতা শান্তনু মহেশ্বরী সঞ্জয় লীলা বানসালির 'গাঙ্গুবাই…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

‘দন্ত পরী’ নামে এক নতুন সিরিজে ফের মানুষের মন জয় করতে আসছেন শান্তনু মহেশ্বরী। আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে অভিনেতা শান্তনু মহেশ্বরী সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-তে অভিনয় করে মানুষের মনে সাড়া জাগিয়েছিলেন। এবার সেই শান্তনুকে প্রধান হিরোর ভূমিকায় নিয়ে আসছে চলেছেন পরিচালক প্রতিম দাশগুপ্ত। এছাড়া শান্তনুর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তানিয়াকে। ইতিমধ্যে When Love Bites-এর টিজারের পাশাপাশি ‘দন্ত পরী’ OTT প্ল্যাটফর্মে প্রকাশের তারিখও ঘোষণা করেছে নির্মাতারা।

Advertisements

আপনাদের জানিয়ে রাখি, দেশী ভ্যাম্পায়ারের প্রেমের গল্প অর্থাৎ ‘দন্ত পরী’ আগামী 20 মার্চ মুক্তি পেতে চলেছে জনপ্রিয় প্লাটফর্ম নেটফ্লিক্স-এ। গল্পের নির্মাতারা জানিয়েছেন, দেশী ভ্যাম্পায়ারের প্রেমের গল্পে একাধিক টুইস্ট এবং টার্ন দেখতে পাবেন নেট প্রেমীরা। সদ্য প্রকাশিত টিজার ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।

Advertisements

যদি ‘দন্ত পরীর’ কাহিনীর কথা বলি, তবে এই সিরিজে একজন ডেন্টিস্টের ভূমিকায় দেখা যাবে শান্তনু মহেশ্বরীকে। যেখানে তানিয়াকে একজন দাঁতের রোগীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। টিজারে দেখা গেছে, দাঁত ভেঙে শান্তনু মহেশ্বরীর কাছে চিকিৎসা করাতে আসেন অভিনেত্রী তানিয়া(রুমি)। ডেন্টিস্ট তখন রুমির দাঁত পরীক্ষা করার জন্য তাকে মুখ খুলতে বলেন। সেই সময় দাঁত পরীক্ষা করতে গিয়ে ডাক্তার অর্থাৎ শান্তনুর হাত কেটে এক ফোঁটা রক্ত পড়ে রুমির গালে।

কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, মুখে এক ফোটা রক্ত পড়তেই তৃপ্তির সাথে খেয়ে ফেলেন রুমি। সেই সময় নিজেই অনুভব করে সে একজন মানুষ রুপি ভ্যাম্পায়ার। ভয়ানক এই সিরিজে শান্তনু মহেশ্বরীর পাশাপাশি অভিনয় করেছেন সিকান্দার খের, তিলোত্তমা শোম, আদিল হুসেন এবং রেবতী।

Advertisements