Karishma Kapoor: মা কারিশমা কাপুরের চেয়ে লাবণ্যময়ী মেয়ে সামিরা! ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

৯০-এর দশকে যদি বলিউডের সেরা ৫ অভিনেত্রীর তালিকা তৈরি করা হয় তবে নিঃসন্দেহে সেই তালিকায় স্থান পাবে কারিশমা কাপুরের নাম। সেই সময় তার রূপের প্রশংসা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

৯০-এর দশকে যদি বলিউডের সেরা ৫ অভিনেত্রীর তালিকা তৈরি করা হয় তবে নিঃসন্দেহে সেই তালিকায় স্থান পাবে কারিশমা কাপুরের নাম। সেই সময় তার রূপের প্রশংসা করেননি এমন পুরুষের সংখ্যা ছিল হয়তো হাতেগোনা কয়েকজন। একের পর এক সুপারহিট সিনেমাতে নিজের মোহনীয় রূপের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই বলিউড অভিনেত্রী। বর্তমানে বাছাই করা কয়েকটা সিনেমাতে অভিনয় করতে দেখা যাচ্ছে এই বিউটি কুইনকে।

Advertisements

তবে আজকাল তিনি তার রূপের জন্য সোশ্যাল মিডিয়াতে আলোচিত হচ্ছেন না। বরং তিনি তার মেয়ের জন্য আজকাল সোশ্যাল মিডিয়ার নজরদারিতে রয়েছেন। আসলে সম্প্রতি কারিশমা কাপুরের কন্যা সামিরার কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে মা কারিশমা কাপুরের পাশাপাশি উপস্থিত রয়েছে মাসি কারিনা কাপুর খানও। আর সেই ছবির মধ্যমণি হয়ে দাঁড়িয়ে রয়েছেন কারিশমার একমাত্র কন্যা সামিরা। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা মনে করছেন, মা এবং মাসির চেয়েও লাবণ্যময়ী রূপ নিয়ে জন্মেছে সামিরা।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় সামিরার যে’কটি ফটো ছড়িয়ে পড়েছে তাতে তাকে অত্যন্ত ‘হট’ দেখাচ্ছে। যদিও ইতিপূর্বে সামিরা তেমনভাবে মিডিয়ার নজরে আসেনি। মনে করা হচ্ছে, মামা রাণবীর কাপুরের বিয়েতে অংশগ্রহণ করে এই ছবিগুলি তুলেছিল কারিশমার কন্যা সামিরা। আর সেই ছবিগুলোই বর্তমানে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলোতে সামিরাকে পশ্চিমা পোশাকের পাশাপাশি ভারতের ঐতিহ্যবাহী পোশাকেও দেখা গেছে।

আপনাদের জানিয়ে রাখি, কারিশমার কন্যা সামিরার বয়স এই মুহূর্তে ১৭ বছর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে তার লাবণ্য দেখে নেটিজেনদের একাংশ মনে করছেন, জাহ্নবী কাপুর কিংবা অনন্যা পান্ডের সৌন্দর্য ফিকে হয়ে পড়বে সামিরার সৌন্দর্যের কাছে। নেট প্রেমীরা আরও মনে করছেন, মা কারিশমা কাপুর এবং মাসে কারিনা কাপুর খানের চেয়ে অধিক সুন্দরী সামিরা।

Advertisements