বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা রাজনৈতিক স্পষ্টভাষী ব্যক্তিত্ব স্বরা ভাস্কর এই মুহূর্তে নিজের কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ার নজরে রয়েছেন। গত 16ই ফেব্রুয়ারি হঠাৎই ফাহাদ আহমেদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন স্বরা ভাস্কর। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে সমালোচিত হতে থাকেন তিনি। কারণ বিয়ের কয়েক দিন আগেই তিনি ফাহাদ আহমেদকে ভাই বলে সম্বোধন করেছিলেন।
ফাহাদ আহমেদকে ভাই বলে ডাকার পর হঠাৎই তার সাথে কোর্ট রেজিস্ট্রি ম্যারেজ করে সোশ্যাল মিডিয়ায় উষ্ণ খবরের সৃষ্টি করেন বলিউড এই অভিনেত্রী। তবে কোর্ট ম্যারেজ করার 18 দিনের মধ্যে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছে স্বরা ভাস্কর। আগামী সপ্তাহে দিল্লির এক জমকালো অনুষ্ঠান গৃহে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। 11 মার্চ থেকে 16 মার্চ পর্যন্ত সময় ধরে চলবে প্রাক-বিয়ের অনুষ্ঠানের হলদি, মেহেন্দি এবং সঙ্গীত অনুষ্ঠান। তবে এবার স্বরা ভাস্করের বর বেশে কাকে দেখা যাবে, তা নিয়ে উঠেছে চরম জল্পনা।
জানা যাচ্ছে, নিজের স্বামী ফাহাদ আহমেদকে আবার জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ করতে চলেছেন তিনি। 16ই ফেব্রুয়ারি যখন তিনি রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন তখন তিনি তার আসন্ন সিনেমা ‘মিসেস ফালানি’ শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন। ফলে জমজমাট অনুষ্ঠান করতে পারেনি সদ্য বিবাহিত এই জুটি। সম্প্রতি শুটিং শেষ করে বিয়ের প্রস্তুতি নিতে দিল্লি পৌঁছেছেন তিনি। সেখানেই এক সপ্তাহ ব্যাপী চলবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান সূচি।