Ullu web series : খুব গরম উল্লুর এই ওয়েব সিরিজ, বাচ্চারা দূরে থাকো এই ভিডিও থেকে

ওটিটি জগৎ যেন দর্শকদের সামনে খুলে দিয়েছেন প্রোডাকশনের অন্য এক জানলা। বিভিন্ন স্বাদের সিরিজ এখন পেয়ে যাচ্ছেন ফোনের নাগালে। Ullu তেমনই একটি ওয়েব সিরিজ প্ল্যাটফর্ম।…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ওটিটি জগৎ যেন দর্শকদের সামনে খুলে দিয়েছেন প্রোডাকশনের অন্য এক জানলা। বিভিন্ন স্বাদের সিরিজ এখন পেয়ে যাচ্ছেন ফোনের নাগালে। Ullu তেমনই একটি ওয়েব সিরিজ প্ল্যাটফর্ম। যেখানে মূলত থাকে সম্পর্কের গল্প। মূলত বড়দের জন্য এই সিরিজগুলো।

Advertisements

সম্প্রতি ullu তে রিলিজ হয়েছে গাঁও কি গরমির আরও একটা পার্ট। আগের দুটো পার্ট বেশ জনপ্রিয় হয়েছিল । সেহেতু লোকেরা ওয়েব সিরিজ গাঁও কি গরমি র দ্বিতীয় পর্বের সিজন 3 দেখার জন্য অপেক্ষা করেছিলেন বেশ কিছু দিন ধরে। অবশেষে প্রতীক্ষার অবসান হয়েছে। কারণ ullu অরিজিনালসের এই ওয়েব সিরিজটির সিজন 3 এর দ্বিতীয় অংশটি নির্মাতারা সম্প্রতি প্রকাশ করেছেন।

Advertisements

এবার এই সাহসী ওয়েব সিরিজটি শুরু হয়েছে একজন পুরুষকে দেখিয়ে। সে একটি বাড়ির জানালা থেকে একজন মহিলাকে দেখছিল লুকিয়ে। মহিলাটি তখন তার বাড়ির কাজ করছিল, এমন সময় পুরুষটি বাড়ির ভিতরে আসে এক প্রকার নিঃশব্দে। তারপর বাড়ির ভিতরে কাজ করতে থাকা ওই মহিলার সঙ্গে বাজি ধরেননি পুরুষটি। পুরুষটি শর্ত দেয়, প্রশ্নের উত্তর ভুল দেওয়া মাত্র জামা কাপড় খুলতে হবে। যত ভুল উত্তর ততো পরনে কমবে কাপড়ের পরিমাণ। মহিলাটি ক্রমে ভুল উত্তর দিতে থাকে, ফলে খেলার শর্ত অনুযায়ী যা হওয়ার তাই হতে শুরু করে। ছেলেটিও একের পর এক প্রশ্ন করতে থাকে। উত্তর একের পর এক ভুল জবাব।

প্রশ্ন উত্তর শেষে তখন দুজনকেই একে অপরকে আলিঙ্গন করতে দেখা যায়। এরপর পরদিন থেকে দুজনের মধ্যে শুরু হয়ে যায় অন্য সম্পর্ক। যা সাধারণের চোখে খুব স্বাভাবিক নয়। অন্যদিকে রাতে বাড়ির বাইরে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় আরেক দম্পতিকে। যেখানে মেয়েটি ভয় পায় যে তার বোন যদি এই বিষয়ে জানতে পারে তাহলে হয়তো লোক জানাজানি হয়ে যাবে। তবে ছেলেটি বলে যে তার বোনের স্বামীকে যেমন পথ থেকে সরানো হয়েছিল, তেমনি তাকেও তাদের পথ থেকে সরিয়ে দেওয়া হবে। পরের দৃশ্যটি দর্শকদের সাসপেন্সে ফেলে দেয়। ছবির ট্রেলার দেখার পর সবাই ছবিটি দেখার জন্য উচ্ছ্বসিত, অন্যদিকে ছবির ট্রেলারে একটি গানও রয়েছে, যার কথা ‘পালং তোড়’।

Advertisements