VIDEO: স্টেজে উঠে উদ্দাম নাচলেন স্বপ্না চৌধুরী, ঠুমকা দেখে পাগল ভক্তরা

বর্তমান প্রজন্ম কিন্তু হরিয়ানভি নাচ এবং হরিয়ানভি গান খুব বেশি করেই পছন্দ করছেন। বাংলা এবং হিন্দি গান এবং নাচের পাশাপাশি হরিয়ানভি গানও কিন্তু বেশ জনপ্রিয়তা…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

বর্তমান প্রজন্ম কিন্তু হরিয়ানভি নাচ এবং হরিয়ানভি গান খুব বেশি করেই পছন্দ করছেন। বাংলা এবং হিন্দি গান এবং নাচের পাশাপাশি হরিয়ানভি গানও কিন্তু বেশ জনপ্রিয়তা অর্জন করছে। ভিডিওগুলি মানুষ একবার না, বারবার দেখছেন তার প্রমাণ কিন্তু ইউটিউব। ইউটিউবের মাধ্যমে এই ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে বিশ্বের দরবারে। কমেন্ট বক্স দেখলে বোঝা যায়, মানুষ কতটা উত্তেজিত এই ধরনের নাচ দেখার জন্য।

Advertisements

আসলে সারা দিন কাজ করার পরে যখন মানুষ একটু বাড়িতে হাতে সময় পায়, তখন কিন্তু ইচ্ছা করে নিজেদের মতন করে একটু সময় কাটাতে, তখন কিন্তু এই মুঠোফোনই তাদের কাছে ভরসা। এই মুঠোফোনের মাধ্যমেই তারা নানান রকমের বিনোদন চ্যানেলগুলিতে সার্চ করে নানান রকমের এই ধরনের উত্তেজকমূলক নাচ দেখেন। উত্তেজিত মানুষ একবার দেখেন না, মানুষ কিন্তু বারবার দেখেন। সারা রাতের মধ্যে এই ভিডিওগুলি অনেকবার মানুষ দেখেন।

Advertisements

এই উত্তেজক নাচগুলির মধ্যে অন্যতম নাচ হল হরিয়ানভি নাচ। আর এই হরিয়ানভি নৃত্যশিল্পীদের মধ্যে এক অন্যতম হলেন স্বপ্না চৌধুরী। স্বপ্না চৌধুরীর নাচ মানুষ কিন্তু একবার নয়, বারবার দেখেন তিনি বেশ জনপ্রিয় একজন শিল্পী, তার শরীরের নানান রকম কায়দা দেখিয়ে তিনি কিন্তু মানুষকে রীতি মতন বশ করে ফেলেন। এমনই একটি অসাধারণ নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। যেখানে দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা মিষ্টি কালারের পোশাকে দুর্দান্ত ভাবে নাচ পরিবেশন করেছেন, আমাদের সকলের প্রিয় এই নৃত্য শিল্পী।

‘সোনোটেক পাঞ্জাবি’ নামক youtube চ্যানেলের মাধ্যমে ভিডিওটি সর্বত্র পৌঁছে গেছে। পাঁচ বছর আগে ভিডিওটি প্রায় এক কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। ইচ্ছে করলে আপনিও দেখে নিতে পারেন এই অসাধারণ ভিডিওটি, কমেন্ট বক্সে গিয়ে কমেন্টও করতে পারেন আপনার কেমন লাগলো এই নাচ।

Advertisements