এ যেন স্বর্গের অপ্সরা, শক্তিশালী বৈশিষ্ট্যের সাথে ড্যাশিং লুক নিয়ে বাজারে এলো Tata Nano

2008 সালে লঞ্চ হওয়া Tata Nano ফিরে এলো নতুন রূপে। যার দুর্দান্ত বৈশিষ্ট্য এবং ড্যাশিং লুক দেখে রীতিমতো পাগল হয়ে উঠেছে গাড়ি-প্রেমীরা। শুধু তাই নয়,…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

2008 সালে লঞ্চ হওয়া Tata Nano ফিরে এলো নতুন রূপে। যার দুর্দান্ত বৈশিষ্ট্য এবং ড্যাশিং লুক দেখে রীতিমতো পাগল হয়ে উঠেছে গাড়ি-প্রেমীরা। শুধু তাই নয়, ডিজেল কিংবা পেট্রোলের ব্যবহার শূণ্যে নামিয়ে Tata Nano ইলেকট্রিক ভার্সন লঞ্চ করতে চলেছে ভারতের এই কোম্পানিটি। গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, রতন টাটার স্বপ্নের রাজকন্যার অফুরন্ত ফির্চাস মুগ্ধ করবে গাড়ি প্রেমীদের।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতীয় বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘুম ওড়াচ্ছে মধ্যবিত্তের। ফলে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি গাড়ি কেনার শখ কোনরকমে পূরণ হলেও তেলের উর্ধ্বমূল্যের কারণে বেশিরভাগ গ্রাহকরা গাড়ি চালাতে ভয় পাচ্ছেন। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের বিকল্প হিসেবে বাজারে ইলেকট্রিক গাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ভারতের অন্যতম বৃহৎ গাড়ী নির্মাণ কোম্পানি TATA।

Advertisements

তবে এবার গাড়িটি বাজারজাত করার আগে এর ডিজাইনের বেশ কিছু পরিবর্তন এনেছে গাড়ি নির্মাণ কোম্পানিটি। যার মধ্যে প্রথম পরিবর্তন হিসেবে এটিকে একটি স্পোর্টস গাড়ির লুক দেওয়া হয়েছে। যা গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন কোম্পানিটির কর্মকর্তারা। শুধু তাই নয়, নতুন এই ইলেকট্রিক গাড়িটিতে যুক্ত করা হচ্ছে একাধিক অত্যাধুনিক বৈশিষ্ট্য।

এই গাড়িতে 72 ভোল্টের লিথিয়াম আয়নের একটি শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। যেটি গাড়িটিকে এক চার্জে 200 রেঞ্জ দিতে সাহায্য করবে। শুধু তাই নয়, 5 লাখের কম মূল্যের এই গাড়িতে পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডোজ, ব্লুটুথ, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে, রিমোট লকিং সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সংযোগ সহ 7-ইঞ্চি টাচস্ক্রিন ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে ইনফোটেইনমেন্ট সিস্টেম, ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগের মত দুর্দান্ত সুবিধা রাখতে চলেছে Tata।

Advertisements