যুগের অগ্রগতির সাথে তাল মিলিয়ে বিশেষভাবে উন্নতি সাধন ঘটেছে প্রযুক্তি ক্ষেত্রে। সরাসরি বলতে গেলে, দিনের পর দিন উন্নত থেকে উন্নততর হচ্ছে বিশ্বের গাড়ি নির্মাণ সংস্থাগুলি। পেট্রোল, ডিজেল চালিত গাড়ি নির্মাণ ছেড়ে এবার বেশিরভাগ কোম্পানি মনোনিবেশ করেছে ইলেকট্রিক গাড়ি উৎপাদনে। যা ইতিমধ্যে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে গাড়ি প্রেমীদের জন্য। আজকাল ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি ইলেকট্রিক বাইক কিংবা ইলেকট্রিক গাড়ি কিনতে বেশি পছন্দ করছেন দেশের সাধারণ মানুষ।
তবে ভারত একমাত্র দেশ যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে উদ্ভাবকরা খুব কম খরচে যন্ত্রপাতি আবিষ্কার করে তাগ লাগান পুরো বিশ্বকে। সেটি গাড়ির ক্ষেত্রে হোক কিংবা আলাদা প্রযুক্তিগত যন্ত্রপাতি, জোগাড়ের মাধ্যমে উদ্ভাবন শক্তি একমাত্র ভারতীয়দের মধ্যেই রয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া তথা Youtube পড়ায় কয়েক মিনিটের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে। যেখানে একটি এক চাকার ইলেকট্রিক স্কুটার দেখানো হয়েছে। জানলে অবাক হবেন, এক চাকার এই ইলেকট্রিক স্কুটারটি ভারতীয় যুবক জোগাড়ের মাধ্যমে বাড়িতে প্রস্তুত করেছেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি চাকার উপর বসার জন্য বিশেষভাবে সিট নির্মাণ করেছেন ওই যুবক। এছাড়া রাস্তায় সুষ্ঠুভাবে চলার জন্য ছোট্ট একটি হ্যান্ডেল লাগানো হয়েছে ওই ইলেকট্রিক স্কুটারে। হলুদ কালারের ওই এক চাকার ইলেকট্রিক স্কুটার রাস্তায় চলতে দেখে রীতিমতো অবাক হয়েছেন সাধারণ মানুষ। যদিও ওই ইলেকট্রিক স্কুটারের বৈশিষ্ট্য সম্পর্কে তেমন কোন তথ্য প্রকাশ্যে আসেনি।