এক ধাক্কায় 50,000 টাকা দাম কমিয়ে নিজেদের সেরা বাইকের দ্বিতীয় এডিশন লঞ্চ করল গাড়ি নির্মাণ সংস্থা Honda। আমরা আপনাদের জানিয়ে রাখি, প্রথমে এই শক্তিশালী বাইকটির বিক্রয় মূল্য 2.29 লাখ ধার্য করেছিল সংস্থা। তবে এর সেকেন্ড এডিশনে এক ধাক্কায় 50,000 টাকা দাম কমিয়েছে Honda। আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি ভারতের বাজারে Honda তাদের তুরুপের দাস তথা Honda CB300F 300cc বাইক লঞ্চ করেছে। যা ইতিমধ্যে তার দামদার ফির্চাস দিয়ে পাগল করে তুলতে শুরু করেছেন গ্রাহকদের। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক দুর্দান্ত এই বাইকটির অসাধারণ কিছু ফির্চাস সম্পর্কে-
নিবন্ধের শুরুতে যদি Honda CB300F বাইকটির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এতে 293cc, ফোর-ভালভ্, অয়েল-কুলড, SOHC ইঞ্জিন দেখতে পাবেন আপনি। যা 24.1 HP এবং 25.6 Nm টর্ক উৎপাদন করতে সক্ষম। শুধু তাই নয়, শক্তিশালী এই ইঞ্জিনটি 6-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। যাতে রয়েছে একটি স্লিপ-এন্ড-অ্যাসিস্ট ক্লাচ। যা আপনার বাইকটিকে চালানোর জন্য আরামদায়ক করে তোলে।
এছাড়া যদি শক্তিশালী এই বাইকের অত্যাধুনিক বৈশিষ্ট্যের কথা বলি, তবে এই বাইকের বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে এলইডি হেডল্যাম্প, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল-চ্যানেল ABS, স্মার্টফোন কানেক্টিভিটি, হন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (HSTC) এবং অ্যালয় হুইল। যদি দুর্দান্ত এই বাইকে নিরাপত্তার কথা বলি, তবে এতে ডুয়াল ডিস্ক ব্রেক (276mm সামনে এবং 220mm পিছনে) কর্মক্ষমতার সঙ্গে সেফটির দিকটি সুরক্ষিত করে। এছাড়াও এর গোল্ডেন ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং 5-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার মনো শক সাসপেনশন আপনাকে একটি আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা প্রদান করবে।