বর্তমানে সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত, প্রত্যেকের জীবনে বিদ্যুৎ একটি অপরিহার্য চাহিদা হয়ে উঠেছে। হাতে থাকা মোবাইল থেকে শুরু করে ঘরের অতি সাধারণ ইলেকট্রিক সামগ্রী চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজনীয়তা অপরিসীম। দিনের পর দিন এই চাহিদার পরিমাণ আরও বেড়ে চলেছে। তবে জ্বালানি স্বল্পতার কারণে খুব শীঘ্রই বিদ্যুতের যোগান প্রদান করতে ব্যর্থ হবে বিশ্বের অনেক দেশ। এমন পরিস্থিতিতে ভারত সরকার সাধারণ জনগণের জন্য বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করেছে। যে উদ্যোগের ফলে কখনোই বিদ্যুতের অভাব বোধ করবেন না ভারতীয়রা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে বিদ্যুতের চাহিদা পূরণের জন্য নতুন একটি যোজনা চালু করেছেন। ‘রুফটপ স্কিম 2023’ নামের এই যোজনার মাধ্যমে দেশের প্রত্যেকটি বাড়িতে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই যোজনার মধ্য দিয়ে সবচেয়ে কম মূল্যে বিদ্যুৎ উৎপাদনের দিকে মনোনিবেশ করা হয়েছে। শুধু তাই নয়, ‘রুফটপ স্কিম 2023’ যোজনা গ্রহণ করলে ভারত সরকারের দ্বারা বিশাল ছাড়ের কথাও ঘোষণা করা হয়েছে।
আমরা আপনাদের জানিয়ে রাখি, ‘রুফটপ স্কিম 2023’ যোজনার মধ্য দিয়ে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের দিকে মনোনিবেশ করেছে কেন্দ্রীয় সরকার। যদি আপনি এই যোজনা গ্রহণ করেন, তবে 3 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এমন প্যানেল ক্রয়ের ক্ষেত্রে 40% ছাড় পাবেন। এছাড়া, 3 থেকে 10 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এমন প্যানেলের ক্ষেত্রে 20% ছাড় দেবে কেন্দ্রীয় সরকার।
কিভাবে করবেন আবেদন?
কেন্দ্রীয় সরকারের এই বিশেষ যোজনার সুবিধা পেতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। বিশেষ এই সুবিধা গ্রহণ করতে হলে আপনাকে কেন্দ্রীয় সরকারের অফিশাল ওয়েবসাইট ( solarrooftop.gov.in ) এ ভিজিট করতে হবে। সেখানে যথোপযুক্ত তথ্য প্রদান করে ফর্ম ফিলাপ করতে হবে আপনাকে। পাশাপাশি সমস্ত ডকুমেন্টস আপডেট করে ফর্ম ফিলাপের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে কোনরকম অর্থ প্রদান করতে হবে না গ্রাহকদের।
প্রধানমন্ত্রীর ‘রুফটপ স্কিম 2023’ যোজনার সুবিধা গ্রহণ করতে হলে বিশেষ কয়েকটি ডকুমেন্টস প্রয়োজন হবে। নিন্মে তার তালিকা দেওয়া হল-
১. ভোটার কার্ড
২. রেশন কার্ড
৩. মোবাইল নম্বর
৪. ইমেইল আইডি
৫. ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর
৬. পাসপোর্ট সাইজ ফটো







