শুধু টাকা তোলার জন্য নয়, ATM কার্ডের মাধ্যমে গ্রহণ করতে পারেন ৭টি গুরুত্বপূর্ণ পরিসেবা

আজকাল ব্যাংকের সাথে লেনদেন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ATM কার্ড। শুধু টাকা তোলা কিংবা জমা দেওয়ার ক্ষেত্রে নয়, আরও বেশ কিছু ব্যাংকিং পরিষেবা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আজকাল ব্যাংকের সাথে লেনদেন করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ATM কার্ড। শুধু টাকা তোলা কিংবা জমা দেওয়ার ক্ষেত্রে নয়, আরও বেশ কিছু ব্যাংকিং পরিষেবা গ্রহণ করা যায় এই গুরুত্বপূর্ণ কার্ডের মাধ্যমে। যদিও ব্যাংকের বেশিরভাগ গ্রাহকরা ATM কার্ডের ব্যবহার করেন শুধুমাত্র টাকা তোলার জন্য। আজ এই নিবন্ধে আমরা আপনাদের এমন কয়েকটি গুরুত্বপূর্ণ পরিষেবার কথা জানাতে চলেছি, যা ATM কার্ড ব্যবহার করে খুব সহজেই সম্পন্ন করতে পারবেন আপনি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisements

1. যেকোনো ক্রেডিট কার্ডের বিল পরিশোধ: ATM কার্ডের মাধ্যমে আপনি যে কোন ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারেন। এর জন্য আপনাকে শুধুমাত্র নির্দিষ্ট ব্যাংকের ATM-এ যেতে হবে। পিন কোর্ডের মাধ্যমে খুব সহজেই আপনি যে কোন ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন।

Advertisements

2. টাকা ট্রান্সফার: অন্যের কাছে টাকা ট্রান্সফার করতে বেশিরভাগ মানুষ ব্যাংকের সাহায্য গ্রহণ করেন। তবে ATM কার্ডের মাধ্যমে খুব সহজেই অন্যের ব্যাংক একাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন।

3. চেক বুকের আবেদন: যদি আপনার চেক বুকের পৃষ্ঠা শেষ হয়ে যায় তবে আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। পার্শ্ববর্তী ATM সেন্টারে গিয়ে আপনার কাছে থাকা এটিএম কার্ডের মাধ্যমে চেকবুকের আবেদন করতে পারেন।

4. পিন কোড পরিবর্তন: আপনার এটিএম কার্ডের গুরুত্বপূর্ণ পিন কোড পরিবর্তন করতে পারে আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই। যেকোনো এটিএম থেকে পাঁচ মিনিটেই আপনি আপনার কার্ডের পিনকোড পরিবর্তন করতে পারেন।

5. মোবাইল ব্যাংকিং অ্যাক্টিভেশন: আপনার স্মার্টফোনের সাহায্যে সমস্ত প্রকার ব্যাংকিং পরিষেবা পেতে হলে এটিএম কার্ডের মাধ্যমে খুব সহজেই বাড়িতে বসে মোবাইল ব্যাংকিং অ্যাক্টিভেশন করতে পারেন।

6. ব্যালেন্স চেক: আপনার একাউন্টে কত টাকা পড়ে রয়েছে তা জানার জন্য কোন ভাবেই ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই আর। এটিএম কার্ডের মাধ্যমে খুব সহজেই এই পরিষেবা গ্রহণ করতে পারেন আপনি।

7. মোবাইল কিংবা টিভি-তে ব্যালেন্স রিচার্জ: মোবাইলে খুব সহজে রিচার্জ করার জন্য আপনি ATM কার্ড ব্যবহার করতে পারেন। এর জন্য ATM কার্ডে থাকা 16 ডিজিটের সংখ্যা এবং CCV সংখ্যা জানা থাকলেই পরিষেবাটি গ্রহণ করতে পারবেন আপনি।

Advertisements