Viral Video: 7 আসনের বাইক নির্মাণ করে তাক লাগালেন ভারতীয় যুবক! চালাতে খরচ হবে না একটি পয়সাও

'প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক'-কথাটি একটি প্রবাদ বাক্য হলেও বর্তমান সময়ে বিভিন্ন মাধ্যমে এই কথাটির সত্যতা প্রমাণিত হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েক সেকেন্ডের একটি ভিডিও রীতিমতো জনপ্রিয়…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

‘প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক’-কথাটি একটি প্রবাদ বাক্য হলেও বর্তমান সময়ে বিভিন্ন মাধ্যমে এই কথাটির সত্যতা প্রমাণিত হচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েক সেকেন্ডের একটি ভিডিও রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। যেটি দেখার পর আপনিও এই কথাটির সত্য অনুধাবন করতে পারবেন।

Advertisements

শুরুতেই আমরা আপনাদের বলি যে, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দেশী জোগাড়ের মাধ্যমে একাধিক পন্য বানিয়ে ভাইরাল হচ্ছে ভারতীয় যুবক-যুবতীরা। তাদের বুদ্ধিমত্তার সাথে বানানো জিনিসগুলির ভিডিও একাধিকবার দেখা হচ্ছে নেটিজেনদের দ্বারা। সম্প্রতি টুইটার মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেটি শেয়ার করেছেন ভারতের সুপরিচিত ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কা। ভিডিওটি দেখার পর ইতিমধ্যে কয়েক হাজার মানুষ প্রশংসা করেছেন ভারতীয় ওই যুবকের উদ্ভবনী চিন্তাধারার।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে একটি ছেলেকে বাইক চালাতে দেখা গেছে। তবে সেটি সাধারণ কোন বাইক নয়, বরং সূর্যের আলো ব্যবহার করে চলে এই বাইকটি। অর্থাৎ চিরাচরিত পেট্রোল ইঞ্জিন ছেড়ে ইলেকট্রিক গাড়ি নির্মাণ করেছেন ভিডিওতে ভাইরাল হওয়া ওই ভারতীয় যুবক। শুধু এখানেই শেষ নয়, ভিডিওতে ভাইরাল হওয়া গাড়িটি সাধারণ বাইকের মত নয়। 7 সিট বিশিষ্ট সৌর বিদ্যুৎ চালিত বাইকটিতে চালকসহ আরও 6 জনকে বসে থাকছে দেখা গেছে।

ভারতীয় বিজনেস ম্যান তথা টাইকুন এবং আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোনায়কা 29 এপ্রিল টুইটারে ভিডিওটি করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকে ইতিমধ্যে হাজার হাজার মানুষ দেখেছেন। ভিডিওটিতে গাড়ির নির্মাতা জানিয়েছেন, সম্পূর্ণ ভাঙা জিনিস ব্যবহার করে এই সৌর বিদ্যুৎ চালিত বাইক নির্মাণ করেছেন তিনি। যেটি তৈরি করতে সর্ব মোট 10,000 টাকার মতো খরচ হয়েছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, গাড়িটি দিনে সর্বোচ্চ 200 কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করতে পারে।

Advertisements