হোলির আমেজ শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য বড় সুখবর। একসঙ্গে ডবল ডোজের সুখবর পেতে কেন্দ্রীয় চাকরিজীবীরা। বহুদিন ধরে আলোচনা ছিল কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। কৃষকদের মুখে হাসি ফোটানোর পর এবার কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য একসঙ্গে জোড়া উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। ধারণা করা হয়েছিল, 8 মার্চ হোলির আগে বড় ঘোষণা করা হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। তবে কোনো কারণবশত সেই ঘোষণা স্থগিত থাকলেও খুব শীঘ্রই খুশির খবর পেতে চলেছেন সরকারি কর্মচারীরা।
সূত্রের খবর, 62 লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং 48 লক্ষ পেনশনভোগী দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্যতা ত্রাণ বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 38% হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হোলির পরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের (7ম বেতন কমিশন) মহার্ঘ ভাতা 4 শতাংশ বাড়ানোর ঘোষণা দিতে পারে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর ব্যাপারেও সবুজ সংকেত দিতে পারে কেন্দ্র।
আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত 1ই মার্চ মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত
বিষয়ে নাকি সবুজ সংকেত দিয়েছে মোদী সরকার। যদিও বিষয়টি প্রেস কনফারেন্স করে জনস্বার্থে প্রচার করা হয়নি। পাশাপাশি সরকারের পক্ষ থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তিও দেওয়া হয়নি। তবে হোলির আগে বিভিন্ন মাধ্যমে জল্পনা উঠেছিল, কেন্দ্রীয় সরকারের প্রায় এক কোটি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে খুব শীঘ্রই।
এখন খবর আসছে, হোলির আনন্দ শেষ হতে না হতেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা 7th Pay Commission-এর অধীনে মহার্ঘ ভাতা পাবেন। যদি এমনটা হয়, সেক্ষেত্রে কেন্দ্র সরকারের অধীনস্থ এক কোটির বেশি কর্মচারীরা আগামী মাস থেকে 38% এর বদলে 42% হারে মহার্ঘ ভাতা পাবেন। ধারণা করা হচ্ছে, এই নিয়ম কার্যকারী হলে চলতি বছরের 1ই জানুয়ারী 2023 থেকে প্রাপ্ত অর্থ এবং রেশন পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা।