জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বর্তমানে ভারতের মধ্যবিত্ত পরিবারের প্রধান চাহিদা হয়ে উঠেছে একটি ইলেকট্রিক বাইক অথবা স্কুটার। নিউক্লিয়ার পরিবারের চাহিদার কথা ভেবে প্রত্যেকটি গাড়ি নির্মাণ কোম্পানি তাদের চিরাচরিত গাড়ি নির্মাণ বন্ধ রেখে ইলেকট্রিক গাড়ি উৎপাদনে মন দিয়েছে। এই তালিকায় হিরো, টিভিএস-এর মত বিশ্বসেরা কোম্পানিগুলিও নিজেদের নাম লিখিয়েছে।
পরিচিত কোম্পানির পাশাপাশি ভারতের একাধিক নতুন কোম্পানি ইলেকট্রিক বাইক নির্মাণে মনোযোগ দিয়েছে। সম্প্রতি ETRYST নামের একটি কোম্পানি ভারতের সেরা ইলেকট্রিক বাইক লঞ্চ করার সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে। জানা যাচ্ছে, ভারতের বাজারে আসতে চলা নতুন এই ইলেকট্রিক বাইকের নাম হবে ETRYST 350। আজ আমরা এই নিবন্ধে দুর্দান্ত এই গাড়িটির চোখ ধাঁধানো বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
যদি ETRYST 350 গাড়িটির বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে 150 কেজি লোড বহন করতে পারা এই গাড়িটি এক চার্জে সর্বোচ্চ 140 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। দুর্দান্ত এই গাড়িটিতে 3.5KWH Li NMC শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, এই গাড়িটি সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে চলতে সক্ষম। যদি চোখ ধাঁধানো এই গাড়িটির দামের কথা বলি সে ক্ষেত্রে আমরা আপনাদের জানিয়ে রাখি, গাড়িটি ক্রয় করতে আপনাকে মাত্র 1,49,999 টাকা খরচ করতে হবে।