উফ, কি গ্রেস, যেন রাজকীয় চাল! সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি কুকুরের ভিডিও দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। এই ভিডিও দেখলে অনেকের মতো আপনিও বিস্মিত হবেন এবং হয়তো মনে মনে হেসে উঠবেন। ভাইরাল হওয়া ভিডিওতে যে কুকুরটিকে দেখা যাচ্ছে সেটি একটি গোল্ডেন রিট্রিভার।
কিছুক্ষণের এই ভিডিওতে দেখা যাচ্ছে গোল্ডেন রিট্রিভারটি ক্যাট ওয়াক করছে! শুনতে অবাক লাগছে নিশ্চই? এটাই সত্যি। একটা কুকুর হাঁটছে বেড়ালের মতো করে। তাও আবার যে সে হাঁটা নয়, একেবারে পেশাদার মডেলদের মতো কুকুরটি হেঁটে দেখিয়েছে বলে সামাজিক মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন।
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে বলিউডের বিখ্যাত গান Jimmy Jimmy Jimmy Aaja … আর সত্যি যেন গানের তালের সঙ্গে এগিয়ে চলেছে সেই সারমেয়। গোল্ডেন রিট্রিভারের চোখে কালো সানগ্লাস, গায়ে জড়ানো রয়েছে লাল স্কার্ফ। এক কথায় পুরো হিরো। কুকুরটিও বেশ সাবলীল। চশমা, স্কার্ফ পরেও এতটুকু বিরক্ত হচ্ছে না সে। বরং আত্মবিশ্বাসের সঙ্গে গানের বিটে পা মিলিয়ে এগিয়ে চলেছে এবং ক্যাট ওয়াক করছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হতে শুরু করেছিল। মুহূর্তের মধ্যে দেখেছেন প্রচুর মানুষ এবং এসেছে মন ভালো করা একের পর এক কমেন্ট। ভিডিওর কমেন্ট বিভাগে কেউ আবার লিখেছেন, ” দারুণ ব্যাপার। একটা কুকুরকে বেড়ালের মতো হাঁটতে শেখালেন কী করে!”
View this post on Instagram